হায়দরাবাদ: আবহাওয়ার পরিবর্তনের কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার পাশাপাশি ত্বক ও চুলের সমস্যাও হতে পারে । চুল সংক্রান্ত সমস্যার মধ্যে খুশকি সবচেয়ে সাধারণ ৷ যার কারণে অনেকে চুল নিয়ে সমস্য়ায় পড়েন ।
খুশকির সমস্যা প্রায় সবসমই দেখা যায় ৷ শীত শেষ হলেও অনেকে গরম জলে স্নান করে থাকেন ৷ ফলে চুলে অনেকসময় শুষ্কতার মতো সমস্য়া তৈরি হয় ৷ যারফলে মাথার ত্বকে আর্দ্রতা কমে যায় ৷ শুষ্কতার কারণে খুশকির সমস্যা দেখা দেয় । খুশকির কারণে মাথায় চুলকানির সমস্যা খুবই সাধারণ । এই কারণে চুল ভেঙে যাওয়ার সমস্যাও হতে পারে । তাই এই সমস্যা থেকে বাঁচার উপায়গুলি জানা খুবই জরুরি । জেনে নিন, খুশকি নিরাময়ের কিছু ঘরোয়া উপায় ।
খুশকি কেন হয় ?
খুশকির সমস্যা শুধু মাথার ত্বকের শুষ্কতার কারণেই নয় ছত্রাক সংক্রমণের কারণেও বেড়ে যায় । অনেক সময় পুষ্টির অভাব এবং হরমোনের পরিবর্তনও খুশকির কারণ হয়ে দাঁড়ায় ৷
কর্পূর দিয়ে চুলের তেল তৈরি করুন ৷
উপকরণ: কর্পূর, নারকেল তেল এবং লেবু
এটি তৈরি করতে একটি পাত্রে তিন থেকে চার টুকরো কর্পূর গুঁড়ো করে তাতে অর্ধেক লেবুর রস ছেঁকে নিয়ে ভালো করে মিশিয়ে নিন । এর পরে, নারকেল তেল গরম করুন এবং এটি কিছুটা ঠান্ডা হয়ে গেলে এতে লেবু কর্পূরের দ্রবণ দিন । সপ্তাহে অন্তত দু'বার রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করতে পারেন ৷ খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ৷