পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

খুশকির সমস্য়ায় ভুগছেন ? উপকার মিলতে পারে ঘরোয়া এই উপায়ে - Hair Care

Hair Care: খুশকি একটি খুব সাধারণ সমস্যা। যে কোনও ব্যক্তিরই এই সমস্যা হতে পারে । চুলে শুষ্কতা হলে অনেক সমস্যা দেখা যায় ৷ ঘরোয়া উপায়ে খুশকি থেকে মুক্তি পেতে পারেন ৷

Hair Care News
খুশকির সমস্য়ায় ভুগছেন

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 8:04 PM IST

হায়দরাবাদ: আবহাওয়ার পরিবর্তনের কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার পাশাপাশি ত্বক ও চুলের সমস্যাও হতে পারে । চুল সংক্রান্ত সমস্যার মধ্যে খুশকি সবচেয়ে সাধারণ ৷ যার কারণে অনেকে চুল নিয়ে সমস্য়ায় পড়েন ।

খুশকির সমস্যা প্রায় সবসমই দেখা যায় ৷ শীত শেষ হলেও অনেকে গরম জলে স্নান করে থাকেন ৷ ফলে চুলে অনেকসময় শুষ্কতার মতো সমস্য়া তৈরি হয় ৷ যারফলে মাথার ত্বকে আর্দ্রতা কমে যায় ৷ শুষ্কতার কারণে খুশকির সমস্যা দেখা দেয় । খুশকির কারণে মাথায় চুলকানির সমস্যা খুবই সাধারণ । এই কারণে চুল ভেঙে যাওয়ার সমস্যাও হতে পারে । তাই এই সমস্যা থেকে বাঁচার উপায়গুলি জানা খুবই জরুরি । জেনে নিন, খুশকি নিরাময়ের কিছু ঘরোয়া উপায় ।

খুশকি কেন হয় ?

খুশকির সমস্যা শুধু মাথার ত্বকের শুষ্কতার কারণেই নয় ছত্রাক সংক্রমণের কারণেও বেড়ে যায় । অনেক সময় পুষ্টির অভাব এবং হরমোনের পরিবর্তনও খুশকির কারণ হয়ে দাঁড়ায় ৷

কর্পূর দিয়ে চুলের তেল তৈরি করুন ৷

উপকরণ: কর্পূর, নারকেল তেল এবং লেবু

এটি তৈরি করতে একটি পাত্রে তিন থেকে চার টুকরো কর্পূর গুঁড়ো করে তাতে অর্ধেক লেবুর রস ছেঁকে নিয়ে ভালো করে মিশিয়ে নিন । এর পরে, নারকেল তেল গরম করুন এবং এটি কিছুটা ঠান্ডা হয়ে গেলে এতে লেবু কর্পূরের দ্রবণ দিন । সপ্তাহে অন্তত দু'বার রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করতে পারেন ৷ খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ৷

কর্পূর তেলের উপকারিতা

অ্যান্টি-ফাঙ্গাল গুণে ভরপুর কর্পূর চুলের ইনফেকশন দূর করতে কাজ করে ।

কর্পূরের শীতল বৈশিষ্ট্য চুলের মাথার ত্বককে ঠান্ডা রাখে, যা খুশকির কারণে হওয়া জ্বালা থেকে মুক্তি দেয় ।

এটি চুলের ফলিকলের জন্য উপকারী, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে ।

লেবুর রস অ্যাসিডিক, যার কারণে এটি ছত্রাকের সংক্রমণ দূর করতে সাহায্য করে ।

আরও পড়ুন:

  1. কমলালেবুর খোসা ফেলে দিচ্ছেন ? ত্বকের জন্য কতটা উপকারী জেনে নিন
  2. ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে হার্টের স্বাস্থ্য় রক্ষা- বেদানার উপকারিতা অনেক
  3. এই গুলি খাওয়ার পরই জল খাবেন না ? হতে পারে বিপদ

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details