পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

হোমিওপ্যাথির সঠিক ওষুধ সেবনে নির্মূল হয় রোগ, জানালেন চিকিৎসক অভিনেত্রী রায়তী ভট্টাচার্য - WORLD HOMEOPATHY DAY

World Homeopathy Day: হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আরও বেশি সংখ্যক মানুষের কাছে এটির উপলব্ধি বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয় । সঠিক পথে হোমিওপ্যাথি চিকিৎসা হলে এবং সঠিক ওষুধ সেবনে রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব ৷ এমনটাই জানালেন চিকিৎসক অভিনেত্রী রায়তী ভট্টাচার্য ৷

World Homeopathy Day News
হোমিওপ্যাথির সঠিক ওষুধ সেবনে নির্মূল হয় রোগ

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 3:49 PM IST

কলকাতা, 10 এপ্রিল: হোমিওপ্যাথি চিকিৎসকের পেশা ছেড়ে চুটিয়ে অভিনয়ে ডুব দিয়েছেন অভিনেত্রী রায়তী ভট্টাচার্য । থিয়েটার, সিনেমা এবং সিরিয়াল তিন জায়গাতেই রায়তী আজ পরিচিত নাম । নিজের আর চেনা পরিচিতদের বাইরে আজ কারোর চিকিৎসা করেন না তিনি। বিশ্ব হোমিওপ্যাথি দিবসে ইটিভি ভারত কথা বলে তাঁর সঙ্গে । সঠিক পথে হোমিওপ্যাথি চিকিৎসা হলে রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব ৷ এমনটাই জানালেন চিকিৎসক তথা টেলি অভিনেত্রী রায়তী ভট্টাচার্য (World Homeopathy Day 2024)।

আজ বিশ্ব হোমিওপ্যাথি দিবস । ডা: স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিবসকে 'বিশ্ব হোমিওপ্যাথি দিবস' হিসেবে বিবেচনা করা হয় সারা পৃথিবীতে।
হালকা সর্দি-কাশি থেকে দীর্ঘদিনের বাতের ব্যথা কিংবা স্বরভঙ্গ ৷ এসব নির্মূল করতে আজও মানুষ ভরসা রাখে হোমিওপ্যাথি চিকিৎসার উপরে। সারতে দেরি লাগলেও স্থায়ী সমাধান মিলবে এমন ধারনা হোমিওপ্যাথি চিকিৎসাকে ঘিরে আজও মানুষের মনে বিরাজ করে।

ইটিভি ভারত-কে দেওয়া সাক্ষাৎকারে হোমিওপ্যাথি চিকিৎসক তথা অভিনেত্রী রায়তী ভট্টাচার্য বলেন, "হোমিওপ্যাথিতে রোগ সম্পূর্ণ নির্মূল হয়, যদি চিকিৎসা পদ্ধতি ঠিক থাকে আর ওষুধ ঠিকঠাক পড়ে। এলোপ্যাথিতে সেটা হয় না। ক'দিন পর রোগ ফিরে আসে। হোমিওপ্যাথির ঠিক ওষুধ খেলে রোগ আর ফেরে না। আমার বাবাও একজন হোমিওপ্যাথি ডাক্তার । বাবার সঙ্গেও দীর্ঘদিন চেম্বারে বসে দেখেছি আমি । হোমিওপ্যাথি হল সস্তা চিকিৎসা পদ্ধতি । একইসঙ্গে এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রাকৃতিক উপায়ে এই চিকিৎসা করা হয় ।"

হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচনা করা হয় । হোমিওপ্যাথিক চিকিৎসার বিশেষত্ব, যা 'শরীর নিজেই নিরাময় করতে পারে’ এবং ‘রোগকে তার শিকড় থেকে নির্মূল করা যায়' এই ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ৷ প্রতি বছর এই অনুষ্ঠানটি একটি ভিন্ন থিম নিয়ে পালিত হয়।

আরও পড়ুন:

  1. 'হোমিও পরিবার! এক স্বাস্থ্য, এক পরিবার' প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস
  2. মটন খেতে পছন্দ করেন ? এই গরমে কীভাবে খাবেন জানালেন পুষ্টিবিদ
  3. মটন খেতে পছন্দ করেন ? এই গরমে কীভাবে খাবেন জানালেন পুষ্টিবিদ

ABOUT THE AUTHOR

...view details