কলকাতা:প্রচণ্ড মাথা ব্যথা, সঙ্গে বমি বমি ভাব কিংবা মাথার এক পাশ থেকে শুরু হয়ে গোটা মাথায় ছড়িয়ে পড়া অসম্ভব যন্ত্রণা সঙ্গে আবার জ্বর । এই উপসর্গগুলি মাইগ্রেনের রোগীদের কাছে বেশ পরিচিত । একটানা বেশ কয়েকদিন থাকার কারণে এই যন্ত্রণা শরীর কাবু করে দেয় ।
এছাড়াও কাজের চাপ, ক্লান্তি, দুশ্চিন্তা এবং অনিদ্রার কারণে অনেকেই মাথাব্যথায় ভোগেন । সাধারণ মাথাব্যথা শীঘ্রই কমে যায়, তবে যদি মাইগ্রেন হয় তবে এটি কয়েক ঘণ্টা থেকে কয়েকদিন পর্যন্ত থাকতে পারে । যদিও এই সমস্যার সম্পূর্ণ নিরাময় নেই ৷ তবে বিশেষজ্ঞরা জানান, আপনার খাদ্যাভাসে কিছু পরিবর্তন আনলে মাইগ্রেন থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন । ডায়েটিশিয়ান ডাঃ শ্রীলথা পরামর্শ দেন, মাইগ্রেন থেকে মুক্তি পেতে এই খাবারগুলি খেতে পারেন ৷
ডায়েটিশিয়ান বলেন, "মাইগ্রেনের মাথাব্যথা থেকে মুক্তি পেতে প্রথমে আপনার খাদ্যাভাসে কিছু পরিবর্তন আনতে হবে । তাজা ফল ও শাকসবজি খেতে বলা হয় ৷ প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার, উচ্চ চিনি এবং উচ্চ ক্যাফেইন যুক্ত খাবার এড়িয়ে চলুন । এছাড়াও, প্রতিদিনের রান্নায় ব্যবহৃত তেল সম্পর্কে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত । বিশেষ করে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লিনোলিক অ্যাসিড কম থাকে এমন তেল ব্যবহার করা উচিত ।"
ডাঃ শ্রীলথা পরামর্শ দেন, মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের কেটোজেনিক ডায়েট এবং পরিবর্তিত অ্যাটকিনস ডায়েট অনুসরণ করা উচিত । কারণ গবেষণায় দেখা গিয়েছে, এই দুই ধরনের ডায়েট যাঁরা অনুসরণ করেছেন তাঁরা উল্লেখযোগ্যভাবে মাইগ্রেনের পরিমাণ কম হয়েছে ও কিছুজনের মধ্যে মাইগ্রেন সম্পূর্ণরূপে ভালো হয়েছে ।