হায়দরাবাদ: আমরা সবাই সুন্দর ও নিশ্ছিদ্র ত্বক পেতে চাই। যার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও গ্রহণ করে থাকি আমরা। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত জল পান, দিনে দুবার মুখ ধোয়ার মতো বিষয়গুলি কিন্তু তারপরও মুখে ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা থেকে যায় । এত যত্ন করেও কেন এমন হয় জানেন ? এর কারণ আমরা আমাদের ত্বকের সঠিক যত্ন নিই না । তৈলাক্ত থেকে শুষ্ক, সংবেদনশীল স্বাভাবিক প্রতিটি ত্বকের যত্নের পদ্ধতি আলাদা । এটা বুঝতে পারলে শুধু এই সমস্যাগুলি থেকে রক্ষা পাবেন না আপনার ত্বকও থাকবে সুস্থ ।
তৈলাক্ত ত্বক:তৈলাক্ত ত্বক সবচেয়ে সমস্যাযুক্ত ত্বক। এই ধরনের ত্বকের মানুষদের মুখে প্রায় সবসময়ই ব্রণ থাকে । তেলের কারণে কপাল ও নাক সব সময় উজ্জ্বল থাকে । তৈলাক্ত ত্বকে সিবামের উৎপাদন বেশি হয় । এই ধরনের ত্বকের মানুষদের দিনে দু'বার ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধোয়া উচিত । মেকআপ অপসারণ এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করতে ভুলবেন না ।
শুষ্ক ত্বক:শুষ্ক ত্বকের মানুষদের অবস্থা শীতে আরও খারাপ হয়ে যায় । আপনি যদি ত্বককে সঠিকভাবে ময়শ্চারাইজ না করেন তবে ত্বক টানা এবং ফ্ল্যাকি দেখায় । যার কারণে চুলকানি ও জ্বালাপোড়াও হতে পারে । এই সব সমস্যা এড়াতে ত্বককে সবসময় ময়েশ্চারাইজড রাখুন । ক্রিম লাগানো গুরুত্বপূর্ণ ৷ তবে একই সময়ে সঠিক পরিমাণে জল খাওয়া উচিত ।