পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

প্রিয় বান্ধবীকে লিপস্টিক ধার ? খুব কাছে বিপদ - MAKEUP PRODUCT MANAGEMENT

Should Never Share These Beauty Products: অন্যের মেকআপের জিনিস ব্যবহার করা ও নিজের মেকআপের জিনিস অন্য়কে ব্যবহার করতে দেওয়া কার্যত একটি অভ্যাস। মেয়েরা প্রায়শই তাঁদের মেকআপের জিনিস প্রিয়দনের সঙ্গে শেয়ার করে থাকেন । তবে এই বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করছেন ৷ না হলে হতে পারে মহা বিপদ ৷

Should Never Share These Beauty Products News
মেকআপ পণ্য শেয়ার করা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 9:01 AM IST

হায়দরাবাদ:মেয়েদের কাছে মেকআপের পণ্য একটা ভালোবাসা ৷ নিজের মেকআপ জিনিস একটা আগলে রাখার বিষয় ৷ তবে মেকআপের জিনিস নিয়ে অনেকে ভুল করে থাকেন ৷ এই সৌন্দর্যের পণ্য বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করেন ৷ লিপস্টিক থেকে শুরু করে মেকআপ ব্রাশ সবকিছুই শেয়ার করেন ৷ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এটি করার ফলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি । জেনে নিন, মেকআপ পণ্য কী কী শেয়ার করা উচিত নয় ?

লিপস্টিক ও লিপগ্লস: অনেক মহিলার সবচেয়ে সাধারণ ভুলটি হল তারা অন্য কারো লিপস্টিক বা লিপগ্লস ব্যবহার করে । তবে এমন অভ্যাস থাকলে এখনই বন্ধ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । এটা বলা হয় যে অন্যরা যখন এগুলি ব্যবহার করে, তখন তাদের উপর থাকা ব্যাকটেরিয়া আপনার ঠোঁটে পৌঁছনোর সম্ভাবনা থাকে ।

"জার্নাল অফ দ্য আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি' (Journal of the American Academy of Dermatology)-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, যেসব তরুণী লিপ গ্লস শেয়ার করেন তাদের ঠোঁটে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় 6 গুণ বেশি । এই গবেষণায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান ফ্রান্সিসকোর বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ওলগা লোজ অংশ নিয়েছিলেন । তিনি বলেন, "যারা লিপ গ্লস শেয়ার করেন তাদের ঠোঁটে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ৷ যার মধ্যে ব্যাকটেরিয়া যেমন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস (HSV) 1, HSV 2 এবং Staphylococcus aureus রয়েছে ।"

পাউডার বেস মেকআপ:কিছুজন পাউডার মেকআপ শেয়ার করেন ৷ যেমন-ফাউন্ডেশন, আই শ্যাডো, কমপ্যাক্ট ইত্যাদি । এগুলি একাধিক জন ব্যবহার করলে ব্যাকটেরিয়া সংক্রমণ হয় ৷ ফলে ব্রণ ও ত্বকে সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে ।

চোখের মেকআপ পণ্য:চোখের মেকআপ পণ্য যেমন আই শ্যাডো, মাসকারা, আই লাইনার, কাজল ইত্যাদি শেয়ার করা উচিত নয় । যদি তাদের চোখের কোনও সংক্রমণ থাকে তবে সেগুলি আপনার হয়ে যাওয়ার সম্ভবনা থাকে । এছাড়াও পরামর্শ দেওয়া হয় যে এই পণ্যগুলিতে থাকা ব্যাকটেরিয়াগুলির কারণে লাল হওয়া, চোখে জল, জ্বালা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে ।

মেক-আপ ব্রাশ বা পাফ:আপনি যদি মেক-আপ কিট ব্যবহার করেন তবে বিশেষজ্ঞরা মেক-আপ ব্রাশটি অন্যদের সঙ্গে শেয়ার না করার বিষয়ে সতর্ক থাকতে চান । ফলে ত্বকের ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলি কেবল মেক-আপ পণ্যগুলিতেই থাকে না ব্রাশের মধ্য দিয়ে ত্বকে পৌঁছয় । এই কারণে মেকআপ ব্রাশ পরিষ্কার করে নেওয়া ও অন্যের পণ্য ব্যবহার এড়িয়ে যাওয়া ভালো ৷

এছাড়াও লিকুইড আই লাইনার, লিকুইড ফাউন্ডেশন, ক্রিম প্রোডাক্ট, হেয়ার ব্রাশ, নেইল পলিশ, ক্লিনজিং স্পঞ্জ, পাউডার, মেকআপ পাফ, আই ল্যাশ কার্লার, টুইজার, বাথ প্রোডাক্ট ইত্যাদি অন্যদের সঙ্গে শেয়ার করা এড়াতে পরামর্শ দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details