কলকাতা:পুজো সামনেই ৷ হাতে গোনা আর কয়েকটা দিন ৷ শরীরের পাশাপাশি ত্বকের যত্ন নেওয়া ভীষণ জরুরি ৷ ঘরোয়া কিছু উপাদানেই আনতে পারেন গ্লোয়িং স্কিন ৷
ত্বকের জেল্লা ধরে রাখতে মহিলারা কত পরিশ্রমই না করেন । যারজন্য অনেকেই পার্লারে গিয়ে থাকেন ৷ তবে এগুলি ছাড়াও কিছু খাবার জিনিসও ত্বকের জন্য উপকারী ৷ যেমন- পেয়ারা ৷ এই ফল পেকে গেলে অনেকই ফেলে দেন ৷ কিছুজন জানেন না যে, পেয়ারা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী । আসলে পেয়ারায় এতটাই ভিটামিন-সি থাকে ফলে দিনে একটি করে পেয়ারা খেলে আমাদের সারাদিনের ভিটামিন সি-এর চাহিদা পূরণ হয়ে যায় ।
বিউটিশিয়ান কেয়া শেঠের মতে, এটি শুধুমাত্র খাওয়া নয়, ত্বকে ব্যবহার করলেও মিলবে উপকারী, পাবেন জেল্লাদর ত্বক ৷ এই ফলের মধ্যে পটাশিয়াম ও ফলিক অ্যাসিড থাকে, যা ত্বকের জন্য খুবই উপকারী । এছাড়াও এরমধ্যে পটাশিয়াম ও ফলিক অ্যাসিড থাকে যা ত্বককে উজ্জ্বল করে । এই পেয়ারার ফেসপ্যাক ত্বককে সুন্দর করতে সাহায্য় করবে ৷ কীভাবে ব্যবহার করবেন জেনে নিন ৷