ক্রমশ মাথাচাড়া দিচ্ছে HMPV ভাইরাস ৷ সম্প্রতি এই ভাইরাসের কবলে পড়েছিল তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডের মেয়ে ৷ চিকিৎসার পর বর্তমানে সুস্থ সে ৷ কেন্দ্রীয় সরকার আশ্বাসবাণী দিলেও 'পরিচিত' এই ভাইরাসের সংক্রমণের খবরে আতঙ্ক ক্রমেই জোরালো হচ্ছে ৷ সেই আতঙ্ক কি গ্রাস করেছিল শ্রেয়াকেও ? সে সময় কীভাবে মোকাবিলা করেছিলেন তিনি ? ইটিভি ভারত লাইফস্টাইল খোঁজ নিল সেই তথ্যই ৷
শ্রেয়া বলেন, "আমার মেয়ে HMPV ভাইরাসে আক্রান্ত হয়েছিল ডিসেম্বর মাসের 19 তারিখ ৷ মেয়ে করোনা এইচ কে ইউ ওয়ানের সঙ্গে এইচএমপিভি ভাইরাসেও আক্রান্ত হয়েছিল ৷ এটা সাধারণ সর্দি-কাশির থেকে একটু বেশি ৷ কাশি হচ্ছিল ৷ তারপরে আমি চিকিৎসকের কাছে নিয়ে যাই ৷ এটার একটাই উপায় হল, বাড়িতে ট্রিট করা সম্ভব না ৷ পেডিয়াট্রিকের কাছে যেতে হবেই ৷ তাঁরা একটা সোয়াব টেস্ট করান ৷ সেই টেস্ট করানোর পর জানতে পারা যায় সত্যিই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না ৷ যেকোনও সাধারণ জ্বর যেমন কমে যায়, সেভাবেই এটাও কমে যায় ৷ তবে আমার মেয়ের কাশি একটু বেশি ছিল ৷ সর্দিও ছিল ৷"