ক্যানসারের নাম শুনলেই কেমন যেন আঁতকে ওঠে সবাই । সেটা খুবই সাধারণ, কারণ এই মারণ রোগ শরীরে দানা বাঁধলেই মৃত্যুর প্রহর গোনা শুরু হয় । বিশ্বব্যাপী একটি প্রধান স্বাস্থ্য উদ্বেগ হিসেবে দাঁড়ায় এই রোগ । তবে বর্তমানে অনেক ধারণা বদলেছে ৷ স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে ৷ ক্যানসারের মধ্যে অন্যতম স্তন ক্যানসার । যখন স্তনের কোষগুলি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং টিউমারের রূপ নেয়, তখন এটি ঘটে ।
সাধারণত নারীদের ক্ষেত্রে এটি বেশি দেখা দেয় । তবে সম্প্রতি চিকিৎসকরা জানাচ্ছেন শুধু মহিলারা নয়, পুরুষরাও এই রোগের শিকার হচ্ছেন । চিকিৎসকদের মতে, স্তন ক্যানসার পুরুষ ও মহিলা উভয়কেই প্রভাবিত করতে পারে । তবে পুরুষদের ক্ষেত্রে এই ঘটনা খুবই কম দেখা যায় । পুরুষ স্তন বা মেল বুবস বর্তমানে ভীষণভাবে চর্চায় । তার বেশ কয়েকটি কারণ রয়েছে । একদিকে যেমন অনেকের এটি দৃষ্টিকটু লাগে, তেমনই অন্যদিকে এটি শারীরিক সমস্যার লক্ষণ ।
ডাঃ শুভেন্দু মাজির সাক্ষাৎকার (ETV Bharat) পুরুষদের স্তন ক্যানসারের ঝুঁকির কারণগুলি কী কী ?
ঝুঁকির কারণ হল এমন যেকোনও কিছু যা আপনার রোগ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে । নির্দিষ্ট ধরণের ক্যানসারের ঝুঁকির কারণগুলির মধ্যে ধূমপান, খাদ্যাভ্যাস, পারিবারিক ইতিহাস বা আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে । কারও ক্যানসারের সঠিক কারণ জানা নাও থাকতে পারে । তবে ঝুঁকির কারণগুলি একজন ব্যক্তির ক্যানসার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে ।
পুরুষদের স্তন ক্যানসারের ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে:
- বয়স
- বিকিরণের সংস্পর্শ, যেমন বিকিরণ যা বুকের অন্য কোনও ক্যানসারের চিকিৎসার জন্য ব্যবহৃত হত
- ইস্ট্রোজেন চিকিৎসা
- উচ্চ ইস্ট্রোজেনের মাত্রা এবং পুরুষ হরমোনের নিম্ন স্তরের সঙ্গে সম্পর্কিত রোগ ৷ যেমন- সিরোসিস বা ক্লাইনফেল্টার সিনড্রোম
- অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ
- স্থূলতা: বিশেষজ্ঞরা জানান, স্থূলতা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায় ৷ তাই একটি সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করুন । গোটা শস্য, ফল, সবজি এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে অনেকাংশে রক্ষা পাওয়া যায় ৷
ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ শুভেন্দু মাজি বলেন, "স্তন ক্যানসার শুধুমাত্র মহিলাদের মধ্যে হয় এমনটা নয় এটি পুরুষদের মধ্যেও হতে পারে ৷ তবে প্রত্যেক 1000 জনের মধ্যে একজনের স্তন ক্যানসার হয়ে থাকে ৷ সেটা গুরুত্ব না দেওয়ার মত কিছু নেই ৷ কারণ আমাদের দেশে জনসংখ্যা অনেক ৷ পুরুষদের মধ্যে যে স্তন ক্যানসার হচ্ছে সেটাও গুরুত্ব সহকারে নজর দেওয়া প্রয়োজন ৷"
পুরুষদের স্তন ক্যানসারের লক্ষণগুলি কী কী ?
তিনি বলেন, "মহিলাদের মধ্যে যে লক্ষণগুলি দেখা যায় একইভাবে পুরুষদের মধ্যে বর্তমান থাকে ৷" তিনি আরও জানান, ক্যানসারের সঙ্গে যে খাবারের সম্পর্ক রয়েছে তার নির্দিষ্ঠ কোনও 100% গবেষণা নেই ৷ তবে কিছু কিছু ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলির প্রবণতা বেড়ে যায় ৷ তারমধ্যে সাধারণ হল স্মোকিং ৷ তবে গুরুতরভাবে জড়িত নয় ৷"