কানাডার ওয়াটারলু ইউনিভার্সিটির ইঞ্জিনিয়াররা একটি যুগান্তকারী পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছে যাতে রাডার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ৷ যাতে সূঁচ ব্যবহার না করে গ্লুকোজের মাত্রা নিরীক্ষণ করা সম্ভব । এই উদ্ভাবনটি রক্তে শর্করার মাত্রা পরিমাপের জন্য বিশেষ একটি কার্যকারী উপায় হিসাবে গণ্য করা হয়েছে ৷ এটি সূঁচ ব্যবহৃত হয় না ফলে বেদনাদায়ক নয় ৷ যে কেও সহজেই এই পরীক্ষা করতে সক্ষম হবে ৷
আজকাল খারাপ জীবনযাপনের কারণে মানুষ নানা রোগের শিকার হচ্ছে । ডায়াবেটিস এই রোগগুলির মধ্যে একটি । যা এই রোগ মানুষের মধ্যে সাধারণ ৷ এক্ষেত্রে নিয়মিত চেকআপ করান ও টেস্ট করাতে হয় ৷
ওয়াটারলুর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ জর্জ শেকার বলেন, "আমরা রাডার প্রযুক্তি তৈরি করেছি যা এখন একটি স্মার্টওয়াচের ভিতরে ফিট করতে পারে এবং আগের চেয়ে আরও নিখুঁতভাবে গ্লুকোজের মাত্রা অনুভব করতে পারে ৷"
যেমন আপনি আপনার দৃষ্টিশক্তি উন্নত করতে চশমা ব্যবহার করেন, তেমনই এই প্রযুক্তি গ্লুকোজের মাত্রা আরও ভালোভাবে অনুধাবন করতে সাহায্য করে ।"
সম্প্রতি গবেষণাটি নেচারস কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ প্রকাশিত হয়েছিল । তবে জানা গিয়েছে এরজন্য আরও উন্নয়নের পরীক্ষা করা হবে ৷