হায়দরাবাদ: সৌন্দর্যের এক অন্যতম উপাদান হল নেল রিমুভার ৷ ফলে অনেকে নেল পলিশ পরেন ও রঙ অনুযায়ী পাল্টাতে থাকেন ৷ আর এরজন্য ভরসা থাকে নেল রিমুভারে ৷ তবে এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা ৷ নেল রিমুভার ব্যবহারের ফলে শরীরে হতে পারে নানা ক্ষতি ৷
বলা হয় নেলপলিশ রিমুভার সিন্থেটিক ট্রিটমেন্ট অপসারণ করে ফলে কিউটিকলের ও নখের ক্ষতি হতে পারে । ফলে প্রাকৃতিক যে আবরণ নখের উপর তৈরি হয় এই রিমুভারের ব্যবহারের ফলে তা দ্রুত ভেঙে যায় ৷ এছা্ড়াও সতর্ক করা হয় নখের চারপাশে ত্বক শুষ্ক ও দুর্বল হয়ে যায় ৷
2015 সালে 'জার্নাল অফ ডার্মাটোলজি' (Journal of Dermatology)-এ প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গিয়েছে, যারা সপ্তাহে দু'বার নেল পলিশ রিমুভার ব্যবহার করেন তাদের নখ পাতলা এবং ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে । মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ম্যাক্স ব্রাউন এই গবেষণায় অংশ নিয়েছিলেন । তিনি বলেন, "ঘন ঘন নেলপলিশ রিমুভার ব্যবহার করলে নখের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে ।"