কলকাতা, 24 ফেব্রুয়ারি: কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য পরিষেবায় খুলতে চলেছে নয়াদিগন্ত । শিশু বিরল কোনও রোগে আক্রান্ত কি না, তা অন্তঃসত্ত্বা বা সদ্যোজাত শিশুদের মায়ের সঙ্গে কথা বলে খোঁজ করবে কলকাতা পৌরনিগম । তবে স্ক্রিনিং থেকে চিকিৎসা নিখরচায় হবে । পৌরনিগমের ইতিহাসে এই প্রথম একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই পরিষেবা চালু করা হতে চলেছে ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর, জিনগত কারণে নতুন প্রজন্মের শিশুদের অনেকেই এই বিরল সমস্ত রোগে আক্রান্ত হচ্ছে । এই রোগের ক্ষেত্রে কি প্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়া যায় ও পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচি নেওয়া হচ্ছে ।
এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘‘পাইলট প্রজেক্টে হিসেবে কলকাতার 10টি হেলথ ইউনিটে একটি করে স্ক্রিনিং সেন্টার হবে । ওই 10টি সেন্টারে চিকিৎসক ও কলকাতার স্বাস্থ্য বিভাগের আওতাধীন প্রায় 750 আশা কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে ওই বেসরকারি সংস্থার তরফে ৷ প্রাথমিক ভাবে স্বাস্থ্যকেন্দ্রে আসা অন্তঃসত্ত্বা ও সদ্যোজাতকে স্ক্রিনিং করে দেখা হবে কোনও বিরল রোগের হদিশ মেলে কি না । এর পর 16টি বরোতে একটি করে স্ক্রিনিং সেন্টার খোলা হবে । বাকি প্রতি ওয়ার্ডে প্রশ্নোত্তরের মাধ্যমে সদ্যোজাত বা অন্তঃসত্ত্বাকে স্ক্রিনিং সেন্টারে পাঠানো হবে ।’’