পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

সিঁড়িতে ওঠার সময় আপনার কি শ্বাসকষ্ট হয় ? এই রোগের লক্ষণ হতে পারে - WALKING SHORTNESS OF BREATH

হাঁটা বা সিঁড়ি ওঠার সময় আপনার কি শ্বাসকষ্ট হয় ? এটিকে স্বাভাবিক হিসাবে উপেক্ষা করবেন না । য রোগের উপসর্গ হতে পারে ।

walking and climbing stairs
হাঁটতে বা সিঁড়িতে ওঠার সময় আপনার কি শ্বাসকষ্ট হয় (ETV Bharat)

By ETV Bharat Health Team

Published : 8 hours ago

বর্তমান সময়ে খারাপ জীবনধারা ও খাদ্যাভ্যাসের কারণে বিভিন্ন রোগ দেখা যায় । এখন শীতের মরশুম চলছে । কিছু মানুষ কখনও কখনও এই দিনগুলিতে হাঁটা বা সিঁড়ি বেয়ে উঠতে অসুবিধা অনুভব করেন । ফোলা এবং শ্বাস নিতে অসুবিধা । এমন জায়গায় অনেকের মনেই প্রশ্ন জাগে, কেন এমনটা হয় ? এই বিষয়ে আলোচনা করেছেন ​​ডাঃ মিনারল বানসল ৷

হাঁটাচলা বা সিঁড়িতে ওঠার সময় শ্বাসকষ্ট হয় ?

হাঁটার সময় বা সিঁড়িতে ওঠার সময় শ্বাসকষ্টের পিছনে অনেক কারণ থাকতে পারে ৷ চিকিৎসক বলেন, "দ্রুত হাঁটলে শ্বাসকষ্ট হওয়া স্বাভাবিক । আপনি যদি সাধারণভাবে হেঁটেও শ্বাসকষ্ট হয়, তবে এটি কিছু স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে । যেমন- রক্তচাপের সমস্যা, হৃদরোগ, কিডনির সমস্যা, নিউমোনিয়া, টিবি, সংক্রমণ বা হাঁপানি ইত্যাদি ৷"

সিগারেট খাওয়া আমাদের ফুসফুসের কাজকে ধীর করে দেয় । এই কারণে সিঁড়িতে উঠতে অসুবিধা হয় ।

রক্তের স্বল্পতা মহিলা এবং শিশু উভয়েরই শ্বাসকষ্টের কারণ হতে পারে ।

হাঁটার সময় বা সিঁড়ি বেয়ে ওঠার সময় শ্বাস নিতে সমস্যা হলে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ।

শ্বাসকষ্ট হলে কী করবেন ?

টক, মিষ্টি, আচার, তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন । খাবারে খুব বেশি নুন ব্যবহার করা উচিত নয় ৷ বিশেষ করে ফ্রুট স্যালাডে এবং ড্রেসিংয়ে । এতে বিপি এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে ।

কাশি বা হাঁপানির সমস্যা থাকলে ওষুধ খান ৷

ঠান্ডার দিনে মাস্ক ব্যবহার করুন । সংক্রমণের ঝুঁকি কমায় ।

যোগব্যায়াম, ব্যায়াম করে নিজেকে সুস্থ রাখুন ।

ক্রিম, ঘি, ছোলা সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে । তবে বেশি খাবেন না ।

যাদের হার্ট, রক্তচাপ, ফুসফুসের সমস্যা আছে তাঁদের নিয়মিত ওষুধ খাওয়া উচিত ।

তিল, বেদানা ও সবুজ শাকসবজি খাওয়া প্রয়োজন ৷

প্রতিদিন একটু হাঁটাহাঁটি করুন ।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ABOUT THE AUTHOR

...view details