হায়দরাবাদ: গোলাপ জল বা গোলাপের পাপড়ি দিয়ে রূপচর্চার পরম্পরা দীর্ঘদিনের। তবে গোলাপ শুধু রূপচর্চার কারণেই ব্যবহৃত হয় না, এটি স্বাস্থ্যের জন্য ভীষণ ভাবে উপকারী ৷ আমরা গোলাপ ব্যবহার করে থাকি চা বানাতে ৷ আর এই গোলাপ চায়ের অনেক উপকার ৷ গোলাপ চা ওজন কমানোর জন্য ভীষণভাবে উপকারী ৷ এছাড়া মানসিক চাপ, ক্লান্তি দূর করা ও মেজাজ ভালো করতে এই চায়ের জুড়ি মেলা ভার। এছাড়াও অনেক রান্নায় গোলাপের পাপড়ি ব্যবহার করা হয়ে থাকে ৷
মুখের ঘা, বমি বমি ভাব, মাথার যন্ত্রণা, অতিরিক্ত রক্তপাত, মাইগ্রেন, হজমের সমস্যা, হার্টের স্বাস্থ্য, পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যা-সহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে গোলাপ দিয়ে তৈরি চা। জেনে নিন, এই চা বানানোর পদ্ধতি ৷
আপনার ছাদের টবে যদি গোলাপ গাছ থাকে তাহলে সেই ফুল থেকে পাপড়ি ঝড়ে গেলে সেগুলি ফেলে না-দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন ৷ রোদে রেখে শুকিয়ে গেলে সেগুলি জারে স্টোর করে রাখতে পারেন ৷ যেগুলি বাজারে বহুমূল্যে পাওয়া যায় ৷ পাত্রে জল গরম করে নিন ৷ জল ফুটে গেলে তাতে কিছু গোলাপের পাপড়ি যোগ করুন ৷ তারপর কিছুক্ষন ভিজিয়ে রেখে দিন ৷ তারপর আপনি চাইলে মধু যোগ করতে পারেন ৷
গোলাপের চায়ের উপকারিতা (Health Benefits Of Rose Tea):