হায়দরাবাদ:তাপমাত্রা যেভাবে বেড়ে চলেছে তাতে নাভিশ্বাস হয়ে যাওয়ার মতো ব্যাপার ৷ চৈত্রের গরমেই নাজেহাল অবস্থা ৷ যাদের কাজের জন্য রোজ রোদে বেরোতে হয় তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় ৷ এর জন্য খাওয়া দাওয়া থেকে ঠিকঠাক জল পান করা সবকিছুরই বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন ৷ শরীর সুস্থ রাখতে গরমে কী করবেন বা কী করবেন না তার পরামর্শ দিলেন চিকিৎসক ডাঃ শাশ্বতী সিনহা (Doctor Saswati Sinha suggested what to do or not to do in summer to keep the body healthy) ৷
কী কী করবেন ?
1) নিজেকে অবগত রাখুন: ক্রমবর্ধমান তাপমাত্রার আগে থাকতে প্রতিদিন আবহাওয়ার পূর্বাভাস দেখুন এবং সেই অনুযায়ী আপনার কার্যকলাপের পরিকল্পনা করুন ।
2) উপযুক্ত পোশাক পরা প্রয়োজন: সূর্যের আলো প্রতিফলিত করতে এবং আপনার শরীরকে ঠান্ডা রাখতে ঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরা জরুরি । বাইরে বেরোলে টুপি পরতে ভুলবেন না বা একটি তোয়ালে দিয়ে আপনার মাথা ঢেকে রাখুন ৷ অতিরিক্ত সুরক্ষার জন্য একটি ছাতা সঙ্গে রাখুন ৷
3) নিজেকে হাইড্রেটেড রাখা জরুরি: যেখানেই যান সঙ্গে জল রাখুন ৷ বারবার তা পান করতে থাকুন ৷ এমনকি আপনার তেষ্টা না পেলেও কিছু সময় পরপর জল পান করা দরকার । তাপপ্রবাহের পরিস্থিতিতে অসুস্থতা এড়াতে শরীরকে হাইড্রেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
4) হালকা খাবার খান: গরম আবহাওয়ায় হাইড্রেটেড এবং পুষ্টির জন্য হালকা খাবার খান ৷ বেশি জল আছে এমন ফল বা খাবার খান ৷ যাতে শরীরে কোনওভাবেই জলের অভাব না হয় ৷
5) হাইড্রেটিং পানীয় পান করুন:ইলেক্ট্রোলাইটগুলি পূরণ করতে এবং সারাদিন সতেজ থাকতে লেবু জল, ফলের রস বা বাটার মিল্ক পান করুন ।