কলকাতা, 16 জুলাই:কখনও বৃষ্টি কখনও রোদ, টালবাহানা এই আবহাওয়ার মাঝে অস্বস্তিকর গরম । বৃষ্টিতে ভিজলেও পিছু ছাড়ছে না ঘাম । উপায় বলতে একমাত্র ভরসা এসি । কিন্তু এর থেকে হতে পারে একাধিক সমস্যাও । একদিকে থাকে বিদ্যুতের বিল, অন্যদিকে চিকিৎসার খরচ । জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, ‘‘এসির ফলে শারীরিক ও মানসিক দু’টি সমস্যাই । সর্দি-কাশি-জ্বরের মতো সমস্যা বাড়ে । একটা অভ্যাস তৈরি হয়ে যায় । ফলে পরবতীর্তে অন্য আবহাওয়ায় গেলে মানিয়ে নিতে সমস্যা হয় ।’’ এর পাশাপাশি চিকিৎসকের মতে এসির ফলে দূষণের মাত্রাও ব্যাপকহারে বাড়ে ।
তাই সেখানে সুরাহা দিতে নতুন এক ভাবনা নিয়ে এল কলকাতার একটি দোকান । পর্দার সঙ্গে লাগানো রয়েছে ফ্যান । তাতেই কাজ হচ্ছে এসির সমান । এমনই এক জিনিস বাজারে নিয়ে এসেছে ৷ পর্দার মধ্যেই লাগানো রয়েছে ছোটো ছোটো ফ্যান । যার পিছন দিকে রয়েছে সোলার প্যানেল । ফলে সেই সোলার প্যানেলের মাধ্যমেই চলছে ফ্যান । তবে এর মধ্যে রয়েছে ব্যাটারির ব্যবস্থাও । যদি দরকার লাগে তবে সেই ব্যাটারির মাধ্যমেও ওই ফ্যান চলবে ।