Benefits of Pumpkin Seeds : সাধারণত কুমড়ো পেটের জন্য উপকারী বলে মনে করা হয় । কিন্তু খুব কম মানুষই জানেন যে কুমড়োর বীজের উপকারিতা অনেক ক্ষেত্রে শরীরে স্বস্তি দিতে পারে । কুমড়োর বীজ হার্ট থেকে শুরু করে ডায়াবেটিস এবং ঘুমের অভাবের রোগে উপশম দিতে পারে বলে জানান বিশেষজ্ঞরা ।
আয়ুর্বেদিক চিকিৎসক রোহিত গুপ্তা বলেন, "আপনি বা আপনার পরিবারের কোনও সদস্য অনিদ্রায় ভুগে থাকলে কুমড়োর বীজ খুবই সহায়ক হবে ৷ এতে থাকা অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান শরীরে সেরোটোনিনকে রূপান্তরিত করে যা ভালো ঘুম হতে সাহায্য করে ।"
এছাড়াও তিনি জানান, কুমড়োর বীজ হৃদরোগীদের জন্যও উপকারী । কুমড়োর বীজ ম্যাগনেসিয়ামের একটি সমৃদ্ধ উৎস ৷ যা হার্ট সম্পর্কিত রোগের চিকিৎসায় সাহায্য করে । তাই হৃদরোগীরা কুমড়োর বীজ খেলে উপকার পেতে পারেন । এটি খারাপ কোলেস্টেরল কমাতে উপকারী । স্টেরল এবং ফাইটোস্টেরল নামক উপাদানে সমৃদ্ধ কুমড়োর বীজ শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে । কুমড়োর বীজ শরীরের pH ক্ষার করে ৷ যা পাকস্থলীতে অ্যাসিডের উৎপাদন কমায় । এছাড়াও এটি অন্যান্য উপকারিতা রয়েছে ৷
ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী: কুমড়োর বীজে রয়েছে হজমে সাহায্য করা উপাদান ৷ যা শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং অগ্ন্যাশয়কে সক্রিয় করে । এই কারণে ডায়াবেটিস রোগীদের কুমড়োর বীজ খাওয়া ভালো । এই বীজ নিয়মিত খেলে প্রোস্ট্যাটিক হাইপারট্রফির ঝুঁকিও কমে যায় । কুমড়োর বীজের তেলে প্রচুর পরিমাণে ওমেগা-3 থাকে ৷ এগুলিতে খনিজ এবং জিঙ্কের সমৃদ্ধ উৎস রয়েছে ৷ যা প্রোস্টেটের বৃদ্ধি রোধ করতে সহায়তা করে । এছাড়া যাঁদের শক্তির মাত্রা কম তাঁদের জন্য কুমড়োর বীজ ওষুধের মতো কাজ করে । এর বীজ খেলে শরীরে রক্ত ও শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে ।