পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

সপ্তাহে কোনদিন কোন খাবারে সাফল্য নিশ্চিত ? জানুন কী বললেন জ্যোতিষী - Good Luck Food - GOOD LUCK FOOD

Good Luck Food: সপ্তাহের এক একটা দিন কিছু জিনিস খেয়ে বেরনো শুভ বলে মনে করা হয় ৷ জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী, এক একটা দিন এক এক রকম জিনিস খেয়ে বেরনো শুভ ৷ বিস্তারিত জানালেন জ্যোতিষী রাহুল দে...

Good Luck Food News
সপ্তাহে কোনদিন কোন খাবারে সাফল্য নিশ্চিত?

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 5:09 PM IST

Updated : Apr 24, 2024, 5:26 PM IST

হায়দরাবাদ: যে কোনও ভালো কাজে বেরনোর আগে অনেকে অনেক কিছু করে থাকেন ৷ পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আগেকার দিনের মানুষরা মিষ্টি জিনিস মুখে দিয়ে দিতেন ৷ তবে প্রাচীন কালের শোনা কথা কোনও জায়গায় বেরনোর আগে দই মুখে নিয়ে বেরনো শুভ বলে মনে করা হয় ৷ তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে সপ্তাহে এক একটা দিনে এক একটা জিনিস খেয়ে বেরনো শুভ বলে মনে করা হয় ৷ আপনি কোন দিনে কী খেয়ে বেরোবেন যা কাজে সাফল্য পাবেন জানালেন, জ্যোতিষী (Good Luck Food) ৷

রবিবার হল সূর্যদেবতার দিন ৷ এটি 'সান' অর্থাৎ সূর্যের প্রতীক ৷ এই দিনে শুভ লাল বা কমলা রং ৷ এইদিন বাড়ি থেকে বেরনোর আগে একটুকরো পান খেয়ে বেরতে পারেন ৷ এটি করলে যে কোনও শুভ কাজে সফল হতে পারেন ৷

সোমবার হল চন্দ্রদেবের দিন ৷ এই দিনের জন্য সবসময় সাদা বা সিলভার রং শুভ ৷ এছাড়াও, শাস্ত্র মতে সোমবারকে শিবের দিন হিসাবে মনে করা হয় ৷ এই দিন যদি বাড়ি থেকে বেরনোর সময় মহাদেবকে স্মরণ করে বা আয়নায় মুখ দেখে বেরনো যায় কাজের ক্ষেত্রে সাফল্য আসবে ৷ এছাড়াও, সৌভাগ্যের জন্য সোমবার দই খেয়ে বেরতে পারেন ৷

মঙ্গলবার কমলা বা লাল রংকে শুভ বলে মনে করা হয় ৷ এইদিন বাড়ি থেকে বেরনোর সময় যদি গুড় খাওয়া যায়, তাহলে কাজে সফল হতে পারেন ৷ আপনার উপর শুভ প্রভাব বজায় থাকবে ৷

বুধবারের শুভ রং সবুজ ৷ এই দিন মেধা বুদ্ধি এই জিনিসগুলিকে দেখা হয় ৷ যদি আপনার বুধবারে শুভ কাজে যেতে হয়, তাহলে সবুজ কোনও জিনিস বা একটু ধনেপাতা মুখে নিয়ে বেরতে পারেন ৷

বৃহস্পতিবার মানে হল গুরুর বার ৷ এইদিন হলুদ রংকে শুভ বলে মনে করা হয় ৷ ওইদিন যদি মুখে একটু জিরে খেয়ে বেরনো যায় তাহলে কাজে সাফল্য পেতে পারেন ৷

শুক্রবার সাদা বা ক্রিম রংকে শুভ বলে মনে করা হয় ৷ এইদিন দই বা চিনি মুখে দিয়ে বেরলে কাজে সাফল্য পাবেন ৷

জ্যোতিশাস্ত্র মতে, শনিবার হল শনিদেবের দিন ৷ এদিন বাড়ি থেকে দরকারি কাজে বেরনোর আগে এক টুকরো আদা খেয়ে বেরতে পারেন ৷ এক্ষেত্রে যে কোনও কাজে সাফল্য মিলতে পারে ৷

আরও পড়ুন:

  1. লিপস্টিক ব্যবহার করছেন, রাশি অনুযায়ী কোন রঙে ঠোঁট রাঙাবেন জানা আছে ?
  2. জীবনে ভরবে সুখ-সমৃদ্ধিতে, কোন দিন কোন রঙের পোশাক পরবেন জানা আছে ?
  3. ফ্যাটি লিভার থেকেই হতে পারে সিরোসিস অফ লিভার, জেনে নিন চিকিৎসকের মতামত
Last Updated : Apr 24, 2024, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details