হায়দরাবাদ: যে কোনও ভালো কাজে বেরনোর আগে অনেকে অনেক কিছু করে থাকেন ৷ পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আগেকার দিনের মানুষরা মিষ্টি জিনিস মুখে দিয়ে দিতেন ৷ তবে প্রাচীন কালের শোনা কথা কোনও জায়গায় বেরনোর আগে দই মুখে নিয়ে বেরনো শুভ বলে মনে করা হয় ৷ তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে সপ্তাহে এক একটা দিনে এক একটা জিনিস খেয়ে বেরনো শুভ বলে মনে করা হয় ৷ আপনি কোন দিনে কী খেয়ে বেরোবেন যা কাজে সাফল্য পাবেন জানালেন, জ্যোতিষী (Good Luck Food) ৷
রবিবার হল সূর্যদেবতার দিন ৷ এটি 'সান' অর্থাৎ সূর্যের প্রতীক ৷ এই দিনে শুভ লাল বা কমলা রং ৷ এইদিন বাড়ি থেকে বেরনোর আগে একটুকরো পান খেয়ে বেরতে পারেন ৷ এটি করলে যে কোনও শুভ কাজে সফল হতে পারেন ৷
সোমবার হল চন্দ্রদেবের দিন ৷ এই দিনের জন্য সবসময় সাদা বা সিলভার রং শুভ ৷ এছাড়াও, শাস্ত্র মতে সোমবারকে শিবের দিন হিসাবে মনে করা হয় ৷ এই দিন যদি বাড়ি থেকে বেরনোর সময় মহাদেবকে স্মরণ করে বা আয়নায় মুখ দেখে বেরনো যায় কাজের ক্ষেত্রে সাফল্য আসবে ৷ এছাড়াও, সৌভাগ্যের জন্য সোমবার দই খেয়ে বেরতে পারেন ৷
মঙ্গলবার কমলা বা লাল রংকে শুভ বলে মনে করা হয় ৷ এইদিন বাড়ি থেকে বেরনোর সময় যদি গুড় খাওয়া যায়, তাহলে কাজে সফল হতে পারেন ৷ আপনার উপর শুভ প্রভাব বজায় থাকবে ৷