হায়দারবাদ: মাঝে মাঝে আমাদের প্রিয় কাপড়ে দাগ পড়ে যায় । এটি চা, তেল, ফলের রস, তরকারির মতো যে কোনও কিছু হতে পারে । বেশির ভাগ ক্ষেত্রেই জামাকাপড় থেকে এই সমস্ত দাগ উঠতে চায় না ৷ বাজারে আজকাল নানা ধরনের ডিটারজেন্ট বেরলেও, কখনও তা কাজ করে, কখনও নয় ৷ আবার দামও হয় অনেক বেশি, যা অনেকের কেনা হয়ে ওঠে না ৷ কিন্তু জানেন কি বাড়িতে থাকা কিছু ঘরোয়া জিনিসপত্র দিয়েই জামাকাপড় থেকে হলুদের দাগ নিমেষেই তোলা সম্ভব ? কী করবেন তা জেনে নিন (It is possible to remove yellow stains from clothes instantly with some household items at home) ৷
তেলের দাগ:আপনার কাপড়ে লিপস্টিক বা তেলের দাগ লেগে থাকে তাহলে ওই জায়গায় সামান্য গ্লিসারিন লাগিয়ে 30 মিনিট পর ধুয়ে ফেলুন ৷ এতে সহজেই দাগ দূর করা যায় ।
লেবু দিয়ে:দাগের জায়গায় এক টুকরো লেবু ঘষে নিলে দ্রুত দাগ উঠে যায় । এটা করলে কাপড়ের রং নষ্ট হবে না ।
হাইড্রোজেন পারক্সাইড: অনেক সময় কাপড়ে রক্ত বা লাল কোনও কিছু দাগ পড়লে এটি দূর করতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করার পরামর্শ দেন । দাগযুক্ত জায়গায় সামান্য ডিটারজেন্ট তরল এবং হাইড্রোজেন পারক্সাইড ঢেলে দিন । বলা হয় কাপড় পরে ধুয়ে নিলে দাগ উঠে যাবে ।