কলকাতা: 2 অক্টোবর 2024 বুধবার ৷ ওইদিন মহালয়া ৷ মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় । তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে । এ যেন বাঙালির চিরন্তন নস্টালজিয়া । তেমনি জ্যোতিষশাস্ত্রেও এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে ৷ জ্যোতিষী রাহুল দের মতে, জেনে নিন কোন কাজগুলি করলে জীবনে শুভ হবে ৷ কী কী করবেন জানেন কি ?
সকালে গঙ্গাস্নান করা প্রয়োজন ও স্নান করে পূর্ব পুরুষদের উদ্দ্যেশ্যে তর্পন করা প্রয়োজন ৷ জানেন কি কী এই তর্পণ ?
মহালয়া আর তর্পণের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী ও সম্পর্ক । তর্পণের উল্লেখ রয়েছে ব্যসদেবের মহাভারতেও । আবার রামায়ণেও এই তর্পণের উল্লেখ পাওয়া যায় । যে কোনও শুভ কাজে যাওয়ার আগে পিতৃপুরুষকে জলদানের উল্লেখ পাওয়া যায় । রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করেছিলেন শ্রীরাম । সেই থেকেই এই প্রথার শুরু হয় । জ্যোতিষীর মতে, পিতৃ তর্পণের সময় তিল ব্যবহার করতে ভুলবেন না ৷
এইদিনে দরিদ্রদের দান করতে পারেন ৷ এছাড়াও আপনার পুজো ধ্যান করা ভালো ৷ দরিদ্রদের খাবার খাওয়াতে পারেন ৷ এতে আপনি আশীর্বাদ পাবেন ৷ এছাড়াও পোশাক দান করাও ভালো ৷ এতে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে ৷