কলকাতা:স্যুপ থেকে শুরু করে ভাজা, রোস্ট, ঝোল যে কোনও পদই লোভনীয় ৷ সব বাড়িতেই জনপ্রিয় চিকেনের বিভিন্ন পদ ৷ এটি খুবই সহজপাচ্য । শিশু থেকে প্রাপ্তবয়স্ক প্রত্যেকের পছন্দ ৷ তবে এটি স্বাস্থ্যকর হলেও চিকেনের কিছু অংশ খাওয়া উচিত নয় ৷ বিশেষজ্ঞরা বলেন, এগুলি আমাদের শরীরের জন্য ক্ষতিকর ৷ জানেন কি মুরগির কোন অংশ খাওয়া উচিত নয় ?
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর হল মুরগির স্কিন বা চামড়া । বিশেষজ্ঞরা জানান, এটি সুস্বাদু হলেও শরীরের জন্য ভীষণভাবে ক্ষতিকর ৷ মুরগির চামড়া খেলে শরীরে অস্বাস্থ্যকর চর্বি জমে ৷ ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ(National Institutes of Health) রিপোর্টে বলা হয়েছে, মুরগির চামড়া খেলে ওজন বাড়ার ঝুঁকিও বেড়ে যায় ৷ এই কারণেই হৃদরোগ বিশেষজ্ঞরা এই অংশ না-খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ।
এছাড়াও, ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন (British Journal of Nutrition)-এ প্রকাশিত একটি গবেষণায় জানা গিয়েছে, যাঁরা বেশি পরিমাণে চিকেনের স্কিন খেয়ে থাকেন তাঁদের অস্বাস্থ্যকর চর্বি জমা হয় ৷ চিনের হারবিন মেডিক্যাল ইউনিভার্সিটির (Harbin Medical University) পুষ্টিবিদ ডাঃ জেন ঝাং এই গবেষণায় যুক্ত ছিলেন ।