পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ম্যাচ শেষে স্ত্রী-সন্তানদের ভিডিয়ো কল, 'বিরাট' মুহূর্তে মাতোয়ারা সোশাল মিডিয়া - Virat Kohli in IPL 2024 - VIRAT KOHLI IN IPL 2024

Virat Kohli in IPL 2024: মাঠে তাঁর ব্যাটে রানের ঝড় ৷ আর ম্যাচ শেষে পরিবারের সঙ্গে ফোনে হাসির তুফান ৷ সোশাল মিডিয়ায় বিরাট কোহলির সেই বিশেষ মুহূর্তই এখন ভাইরাল ৷ বিরাটের ফ্যামিলি ভিডিয়ো কলের সেই মুহূর্তে মেতেছে সকলে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 11:43 AM IST

বেঙ্গালুরু, 26 মার্চ: বছরভর ঠাসা ক্রিকেটসূচির বাইরে, বিরাট কোহলি আদ্যপান্ত একজন ফ্যামিলিম্যান ৷ সম্প্রতি দ্বিতীয়সন্তান জন্মানোর সময়ও পরিবারের সঙ্গেই ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তাঁর ফ্যামিলিম্যান হওয়ার আরও একটি মুহূর্তের প্রমাণ পাওয়া গেল সোমবার রাতে ৷ ম্যাচ শেষে স্ত্রী অনুষ্কা শর্মা এবং সন্তানদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে দেখা গেল বিরাটকে ৷ সেটা তিনি প্রত্যেক ম্যাচ শেষেই করেন ৷ কিন্তু, সোমবার রাতে ভিডিয়ো কলে বিরাটের রিঅ্যাকশন ও তাঁর হাসি সকলের মন কেড়েছে ৷

বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের সেই ভিডিয়ো কল ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরা পড়তেই, অনেকে তা মোবাইলে ফ্রেমবন্দি করে নেন ৷ সোশাল মিডিয়ায় মুহূর্তে সেই ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়ে যায় ৷ যেখানে বিরাটকে দেখা যায়, ফ্লাইং কিস দিতে ৷ এক সময় হাসিতে লুটোপুটি খেতে থাকেন তিনি ৷ বিরাট অনুরাগীদের কেউ কেউ আবার তাঁর সেই হাসির কারণও অনুমান করে ফেলেছেন ৷ তাদের মতে. সন্তানদের সঙ্গে কথা বলার সময়ই নাকি হাসছিলেন 'চেজ-মাস্টার' ৷

তবে, বিরাটের কাছে পরিবারের গুরুত্ব কতটা, তা তিনি ম্যাচ শেষে সাক্ষাৎকারেও উল্লেখ করেছেন ৷ যেখানে তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম ও ক্রিকেট থেকে দু’মাসের বিরতি নেওয়ার প্রসঙ্গও উঠে আসে ৷ বিরাট জানিয়েছেন, "আমার ও আমার পরিবারের জন্য ওই দু’মাস স্বাভাবিকভাবে কাটিয়েছি ৷ ওটা এক অসাধারণ অভিজ্ঞতা ছিল ৷ পরিবারের সঙ্গে সময় কাটানোর এই সুযোগটা পেয়ে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমি ৷ আমার মেয়ের সঙ্গে অনেকটা সময় থাকতে পেরেছি ৷ ও আমাকে অনেকদিন পর এতটা সময়ের জন্য কাছে পেল ৷"

বিরাট এও জানিয়েছেন, দ্বিতীয় সন্তানের জন্মের আগেই তাঁরা পরিকল্পনা করেছিলেন সকলের নজরের বাইরে নীরিবিলীতে সময় কাটানোর ৷ বিরাট বলেন, "আমরা চেয়েছিলাম সকলের নজরের আড়ালে নিজেদের মতো করে সময় কাটাতে ৷ যেখানে কেউ আমাদের চিনবে না ৷ নিজেদের মতো করে, স্বাধীনভাবে থাকতে পারব ৷ সেই কারণেই বাইরে চলে গেছিলাম ৷" গত 15 ফেব্রুয়ারি বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মার পুত্র সন্তান আকায়ের জন্ম হয় ৷ সেই সময় তাঁরা লন্ডনে ছিলেন ৷ সেখানে থাকাকালীন বেশ কয়েকবার বিরাট কোহলির ছবিও ভাইরাল হয় ৷ যেখানে কোনও একটি রেঁস্তোরায় বিরাটকে মেয়ে ভামিকার সঙ্গে দেখা গিয়েছিল ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া প্রসঙ্গে সমালোচকদের বার্তা বিরাটের
  2. নির্বাচনের দ্বিতীয় দফায় ইডেনে কেকেআর-পঞ্জাব, ঘোষিত আইপিএলের অবশিষ্ট সূচি
  3. রং বরসে'তে 'গম্ভীর' নন গৌতম, হোলির আনন্দে 'কালারফুল' শ্রেয়সরা

ABOUT THE AUTHOR

...view details