হায়দরাবাদ, 8 এপ্রিল:বিজয় দেবরেকোন্ডা ও ম্রুণাল ঠাকুর অভিনীত 'ফ্যামিলি স্টার' মুক্তি পেয়েছে 5 এপ্রিল ৷ তবে খুশি যেই রকম হিট হয়েছিল সেইভাবে নজর কাড়েনি ফ্যামিলি স্টার ৷ এর পিছনে ছবির গল্প বা অভিনয় কারণ নয় ৷ সোশাল মিডিয়ায় অনবরত ফ্যামিলি স্টার ছবির নেতিবাচক প্রচার প্রভাব ফেলেছে বক্স অফিসে ৷ বিষয়টি সামনে আসতেই হায়দরাবাদের মাধাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷
সূত্রের খবর, অভিযোগে জানানো হয়েছে বিজয়ের 'ফ্যামিলি স্টার' মুক্তির পর ভুল খবর ও নেতিবাচক প্রচার শুরু হয় সোশাল মিডিয়ায় ৷ তা বন্ধ করার জন্য পুলিশ ট্র্যাকিং শুরু করে কোথা থেকে এই ধরনের প্রচার করা হচ্ছে ৷ ইতিমধ্যেই পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে যাঁরা রয়েছেন তাঁদের খুঁজে বের করা হবে এবং যথাযথ পদক্ষেপ করা হবে ৷
তবে এটাই প্রথমবার নয় ৷ এর আগেও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের নেতিবাচক প্রচার সামনে এসেছে ৷ অভিনেতা বিশ্বক সেন সম্প্রতি তাঁর ছবি 'গামি'কে ঘিরে একই ধরনের সমস্যা নিয়ে কথা বলেছেন । এমনকি পরিচালক প্রশান্ত ভার্মা তাঁর 'হনুমান' ছবির সাফল্যের পরও সোশাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হয়েছেন ৷
তেলুগু ছবি 'ফ্যামিল স্টার'-এ বিজয়ের পাশাপাশি প্রধান ভূমিকায় দেখা গিয়েছে ম্রুণাল ঠাকুরকে ৷ ছবিটি পরিচালনা করেছেন পরশুরাম পেটলা ৷ প্রযোজনা করেছেন দিল রাজু, দিব্যাংশ কৌশিক, রোহিনী হট্টাঙ্গদী, অজয় ঘোষ ছাড়াও আরও অনেকে ৷ ছবিতে গানের দায়িত্ব সামলেছেন গোপি সুন্দর ৷ মূলত, গল্প এগিয়েছে গোবর্ধনকে ঘিরে যে চরিত্রে দেখা গিয়েছে বিজয়কে ৷ তিনি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে ৷ তাঁর জীবন বদলে যায়, যখন দেখা হয় ইন্দুর (ম্রুণাল ঠাকুর) সঙ্গে ৷ তারপর কী হয়, তা জানার জন্য দেখতে হবে ছবিটি ৷