কলকাতা, 6 ডিসেম্বর: 2003 সালে মুক্তি পায় গৌতম হালদারের 'ভাল থেকো' ৷ 21 বছর পর সেই ছবি আবারও দেখানো হল 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ শিশির মঞ্চে দেখানো হয় এই ছবি ৷ উৎসবে হাজির ছিলেন গল্পের নায়িকা আনন্দী অর্থাৎ বিদ্যা বালান।
বিদ্যার পরনে ছিল 'ভাল থেকো' সিনেমা রিলিজের সময়ে দেওয়া গৌতম হালদার ও তাঁর স্ত্রী চৈতী হালদারের দেওয়া লাল-কালো কম্বিনেশনের শাড়ি। শুরুতেই তাঁকে সম্বর্ধনা জানানো হয়। ছবি নিয়ে কথা বলতে গিয়ে আবেগে ভাসলেন বিদ্যা। অভিনেত্রী বলেন, "21 বছর আগের কথা মনে পড়ছে। আবার এত বছর পর প্রিমিয়ার হচ্ছে কলকাতায়। এটা আমার অনেক বড় পাওয়া।" এই কথা বলতে বলতে চোখ ভিজে আসে বিদ্যার।
বিদ্যা এদিন জীবনের প্রথম ফিচার ফিল্ম 'ভাল থেকো'-তে অভিনয়ে সুযোগ পাওয়ার গল্পও তুলে ধরেন কথোপকথনের সময়ে। প্রদীপ সরকারের বিজ্ঞাপনে কাজ করতে এসেই ভাগ্য যায় ঘুরে যায় বিদ্যার। ফোন যায় গৌতম হালদারের কাছ থেকে। বিদ্যা বলেন, "গৌতম আমাকে প্রথম ফোন করেন। আমার প্রথম ছবি 'ভাল থেকো'। উনিই আমাকে শেখান কীভাবে 'ভিদ্যা' নয়, 'বিদ্যা' বলতে হবে। আমাকে ছবির গল্পটা বলেন।"