হায়দরাবাদ, 13 নভেম্বর: বাংলাটা ঠিক আসে না যাঁরা বলেন তাঁদের গালে কষিয়ে থাপ্পড় অভিনেত্রী বিদ্যা বালানের ৷ অভিনেতা রাজেশ শর্মার সঙ্গে আবোল তাবোল পাঠ অভিনেত্রীর ৷ বিদ্যার বাংলার সংস্কৃতির প্রতি টান-ভালোবাসা দেখে আবেগে আপ্লুত নেটপাড়া ৷ সোশাল মিডিয়ায় সেই আবেগ তুলে ধরলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷
এই মুহূর্তে বক্সঅফিসে আনিজ বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া 3' ছক্কা হাকাচ্ছে ৷ 12 দিনেই গ্লোবালি ছবি ঢুকে গিয়েছে 300 কোটির ক্লাবে ৷ এরই মধ্যে সোশাল মিডিয়ায় সেটের একটি মজাদার ভিডিয়ো শেয়ার করেছেন বিদ্যা ৷
সেখানেই অভিনেত্রীকে বাংলার অভিনেতা রাজেশ শর্মার সঙ্গে সুকুমার রায়ের আবোল তাবোল সংকলন থেকে একটি কবিতা পাঠ করতে শোনা যায় ৷ আসলে 'বন্ধু' রাজেশ 7 বছর আগে সুপাত্র কবিতা পাঠ শিখিয়েছিলেন বিদ্যাকে ৷ এখন সেটা কতটা মনে রয়েছে, মজার ছলে সেই পরীক্ষাই ধরা পড়েছে এই ভিডিয়োতে ৷