হায়দরাবাদ, 23 অগস্ট: কেরিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন বরুণ ধাওয়ান ৷ কমেডি-অ্যাকশন ছবির পর এবার তাঁকে দেখা যাবে ভারতী সেনার চরিত্রে ৷ শুক্রবার সোশাল মিডিয়ায় অভিনেতা জানালেন, সানি দেওলের সঙ্গে 'বর্ডার 2' ছবিতে থাকছেন তিনিও ৷ সামনে এসেছে নতুন ভিডিয়ো ৷ এই খবরে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷
এদিন সোশাল মিডিয়ায় সানি দেওল একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ যা ট্যাগ করা হয় বরুণ ধাওয়ানকেও ৷ সেই ভিডিয়োতে শোনা যায় বরুণ ধাওয়ানের স্বর ৷ সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সোনু নিগমের গাওয়া বিখ্যাত গান 'সন্দেশে আতে হে...' ৷ বরুণ ধাওয়ানও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি ৷ চন্দন সিনেমা হলে প্রথমবার বর্ডার দেখি ৷ সেই বয়সেও ছবির মারাত্মক প্রভাব পড়েছিল আমার উপরে ৷ দেশকে নিয়ে গর্ব অনুভূত হয়েছিল ৷ আমি সেই সকল সেনা জওয়ানদের কুর্নিশ জানাই যাঁরা প্রতিনিয়ত দেশকে রক্ষা করে চলেছেন ৷"