হায়দরাবাদ, 9 ডিসেম্বর:এইভাবে বরুণ ধাওয়ানকে কেউ আবিষ্কার করবেন তা ভাব যায়নি ৷ কমেডি থেকে অ্যাকশন হিরোর ভূমিকায় বরুণকে দেখে মুগ্ধ নেটপাড়া ৷ মুক্তি পেল 'বেবি জন' ছবির ট্রেলার ৷ 3 মিনিট 6 সেকেন্ডের ট্রেলারে বরুণ ধাওয়ানের নতুন ইমেজ নিয়ে চর্চা নেটপাড়ায় ৷ পাওয়ার প্যাকড অ্যাকশন ছবিতে বরুণের স্টাইল, লুক দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা ৷ ছবি পরিচালনায় কালিস ৷ ট্রেলারের শেষ দৃশ্য দেখলে লোম খাঁড়া হয়ে যাবে অনুরাগীদের ৷
প্রেক্ষাগৃহে যাঁরা 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3' দেখেছেন তাঁরা আগেই 'বেবি জন'-এর ঝলক দেখে নিয়েছেন ৷ কমেডি থেকে অ্যাকশন আবার সিরিয়াস চরিত্রে, নানা ঘরানা এক্সপ্লোর করেন 'ভেড়িয়া' অভিনেতা ৷ ট্রেলারে উঠে এল অকুতভয় পুলিশ অফিসার থেকে একজন সহৃদয় বাবা হিসাবে বরুণের ভূমিকা ৷ অন্যদিকে, প্রথমবার বলিউড ছবিতে পা রেখেই বক্সঅফিসে তুফান আনেন পরিচালক অ্যাটলি ৷ শাহরুখ খানের পর এবার তিনি হাত ধরলেন বরুণ ধাওয়ানের ৷ তবে পরিচালক নয় প্রযোজক হিসাবে ৷