কলকাতা, 8 জুলাই: ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ প্রয়াত হলেন ৷ আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷
কলকাতায় জন্ম না হলেও ঊষা উত্থুপ কলকাতার কন্যে । ঠোঁটের কোণে হাসিটি তাঁর সদা উজ্জ্বল । ঝরঝরে বাংলা বলেন । বাংলায় গান করেন । কপালে এঁকে রাখেন 'ক'। দক্ষিণী গায়িকা ঊষা উত্থুপ ৷ আজ তাঁর জীবনে নেমে এল শোকের ছায়া । স্বামীকে হারালেন পপ-সম্রাজ্ঞী । সোমবার সকালেই প্রয়াত হয়েছেন গায়িকার স্বামী জানি চাকো উত্থুপ । খবরে শিলমোহর দিয়েছেন গায়িকার আপ্তসহায়ক ।
সূত্র মারফত জানা গিয়েছে, এ দিন সকালে হৃদরোগে আক্রান্ত হন গায়িকার স্বামী । এরপর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । কিন্তু শেষরক্ষা হয়নি । স্বামীকে হারিয়ে গভীর শোকাহত গায়িকা । তাঁদের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে ৷
প্রথম স্বামী রামুর সংসার ছেড়ে কলকাতার জানির হাত ধরেছিলেন ঊষা । জানিও ঊষার হাত ছাড়েননি জীবনের শেষদিন পর্যন্ত । গায়িকাকে কথা দিয়েছিলেন সারাজীবন তাঁর পাশে থাকার । ছোট, বড় অনুষ্ঠান থেকে শুরু করে খারাপ কিংবা ভালো সময়ে জানিকে সবসময় পাশে পেয়েছেন এই গায়িকা । এতদিনের হাত ধরে পথচলা শেষ হল আজ । চলে গেলেন ঊষার প্রাণের মানুষ । এই সময়ে তাঁর পাশে রয়েছেন তাঁর আত্মীয়স্বজন এবং কাছের মানুষেরা । গায়িকাকে এই গভীর শোক থেকে বের করে আনার জন্য তাঁরা আপ্রাণ চেষ্টা করছেন ।
জানা গিয়েছে, চাকোর দেহ রাখা হয়েছে পিস ওয়ার্ল্ডে ৷ কারণ তাঁদের পরিবারের অনেকেই থাকেন দক্ষিণ ভারতে ৷ তাঁদের মঙ্গলবার কলকাতায় আসার কথা ৷ এরপর বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে জানি চাকো উত্থুপের ৷