পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

নেপোটিজমের শিকার জাহ্নবী? বড় বিপদে অভিনেত্রী - Ulajh Trailer - ULAJH TRAILER

Janhvi Kapoor New Movie: দেশের নিরাপত্তা রক্ষার খাতিরে আন্তর্জাতিক কূটনীতিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ তেমনই এক ইয়ং ডিপ্লোম্যাটের গল্প বলে 'উলঝ' ৷ যে কি না, অজান্তেই জড়িয়ে যায় দুর্নীতির বেড়াজালে ৷ মুক্তি পাওয়া ট্রেলারে জাহ্নবী কাপুরকে অন্যরূপে আবিষ্কার করেছে দর্শকরা ৷

Janhvi Kapoor New Movie
মুক্তি পেল 'উলঝ' ট্রেলার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 6:57 PM IST

Updated : Jul 16, 2024, 7:52 PM IST

হায়দরাবাদ, 16 জুলাই: অ্যাকশন, সাসপেন্স আর জোড়ালো সংলাপ, সুন্দরী জাহ্নবী কাপুর ছেয়ে গেলেন উলঝ ট্রেলারে৷ মঙ্গলবার প্রকাশ্যে এল জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুধাংশু সারিয়ার 'উলঝ' ট্রেলার ৷ 2 মিনিট 33 সেকেন্ডের ট্রেলারে এই জাহ্নবীকে চেনা মুশকিল ৷ সোশাল মিডিয়ায় অভিনেত্রীর 'হার্ড লুক' দেখে মুগ্ধ নেটিজেনরাও ৷

অভিনয় জগতে প্রতিটা পদক্ষেপে নিজেকে ভাঙছেন-গড়ছেন জাহ্নবী কাপুর ৷ 'মিলি' থেকে 'গুঞ্জন সাক্সেনা', অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন বারবার ৷ এবার তাঁকে দেখা যাবে একদন কূটনীতিকের চরিত্রে ৷ এদিন ইন্সটাগ্রামে জাহ্নবী শেয়ার করেছেন ট্রেলার ৷ ক্যাপশনে লিখেছেন, "প্রত্যেকের একটা গল্প আছে ৷ প্রত্যেক গল্পের একটা গোপনীয়তা আছে ৷ প্রত্যেক গোপনীয়তার পিছনে একটা জাল রয়েছে ৷ এর সমাধান করা এত সহজ হবে না ৷"

ট্রেলারে জাহ্নবী, গুলশান এবং রোশানের টুকরো ঝলক দেখেই আন্দাজ করা যায়, ছবির গল্প কতটা ভালো হতে চলেছে ৷ প্রতিটি চরিত্রের একটা করে ধূসর শেড রয়েছে ৷ ট্রেলারের পরতে পরতে রয়েছে সাসপেন্স ও অপ্রত্যাশিত চমক ৷ বলা যায়, আড়াই মিনিটের ট্রেলারে অন্যরকম জার্নির সাক্ষী থাকবেন দর্শকরা ৷

ট্রেলারে দেখানো হয়েছে, জাহ্নবী কাপুর সবচেয়ে কম বয়সে ডেপুটি হাই-কমিশনার পদে নিযুক্ত হন ৷ তাঁর চরিত্রের নাম সুহানা ভাটিয়া ৷ কিন্তু তাঁর এই পদ পাওয়া নিয়ে ওঠে প্রশ্ন ৷ আসে নেপোটিজমের প্রসঙ্গও ৷ এরপরেই সুহানা জড়িয়ে পড়তে থাকেন অদৃশ্য এক দুর্নীতির বেড়াজালে ৷ সকলে তাঁকে দেশদ্রোহী ভাবতে থাকেন ৷ ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছেন, কীভাবে তাঁদের মুখোশ খুলবে সুহানা, উত্তর দেবে 'উলঝ' ছবি ৷

গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আদিল হুসেন, রাজেশ তৈলাঙ, মিয়াং চ্যাঙ, রাজেন্দ্র গুপ্ত ও জিতেন্দ্র জোশিকে ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন পারভেজ শেখ, সুধাংশু সারিয়া, সংলাপ লিখেছেন আতিকা চৌহান ৷ 'উলঝ' মুক্তি পাবে 2 অগস্ট স্বাধীনতা দিবসের আগেই ৷

Last Updated : Jul 16, 2024, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details