পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

টাকা নিয়েও অনুষ্ঠানে গরহাজির তৃপ্তি! অভিনেত্রীর পোস্টারে পড়ল কালি - Triptii Dimri - TRIPTII DIMRI

Triptii Dimri faces backlash: টাকা নিয়েও অনুষ্ঠানে না আসার অভিযোগ উঠেছে অভিনেত্রী তৃপ্তি দিমরির বিরুদ্ধে ৷ কালি মাখানো হল অভিনেত্রীর হোর্ডিংয়ে ৷ আসল সত্যি টা কি?

Triptii Dimri faces backlash
বিতর্কে তৃপ্তি দিমরি (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 2, 2024, 7:40 PM IST

হায়দরাবাদ, 2 অক্টোবর: জয়পুরে এফআইসিসিআই এফএলও (FICCI FLO) অনুষ্ঠানে টাকা নিয়েও অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে বলিউড সেনসেশন তৃপ্তি দিমরির বিরুদ্ধে ৷ আয়োজকদের তরফে অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য নাকি অভিনেত্রী 5.5 লাখ টাকা নিয়েছেন ৷ কিন্তু কথা দিয়ে তা রাখেননি তৃপ্তি ৷ এরপরেই অভিনেত্রীকে বয়কট করার দাবি ওঠে ৷ পাশাপাশি আয়োজকদের তরফে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ৷ ঘটনার সত্যতা নিয়ে মুখ খুলেছেন তৃপ্তির মুখপাত্র ৷

জানা গিয়েছে, এফআইসিসিআই এফএলও- তরফে নারী শক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ অভিযোগ সেখানেই নাকি টাকা নিয়েও উপস্থিত হননি তৃপ্তি ৷ অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ক্ষোভের ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যায় অনুষ্ঠানের হোর্ডিংয়ে ছাপানো তৃপ্তির ছবিতে কালি মাখাচ্ছেন এক মহিলা ৷ এই ভিডিয়ো সামনে আসতেই ঘটনার সত্যতা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে ৷

এরপরেই অভিনেত্রী নিজে মুখ না খুললেও ঘটনা মিথ্যা বলে দাবি করেন তৃপ্তির মুখপাত্র ৷ সেখানে বলা হয়, "ভিকি বিদ্যা কি বো বালা ভিডিয়ো সিনেমা প্রোমোশনের জন্য সব জায়গায় যেতে প্রস্তুত অভিনেত্রী তৃপ্তি দিমরি ৷ এটা তাঁর কাছে সম্মানের ৷ পাশাপাশি এটা তাঁর কাজের মধ্যেও পড়ে ৷ কিন্তু তিনি কোনও ব্যক্তিগত ইভেন্টে টাকার বিনিময়ে উপস্থিত থাকতে কখনই রাজি হননি ৷ এটা স্পষ্ট করা দরকার, অভিনেত্রী তৃপ্তি দিমরি অতিরিক্ত টাকা বা পেমেন্টের বিনিময়ে এই ধরনের কোনও অনুষ্ঠানে যোগ দিতে রাজি হননি ৷"

পুরো বিষয়টি সামনে আসার পর অনুরাগীরা বুঝতে পারছেন না এখানে অভিনেত্রীর পিআর টিমের কোনও ভুল রয়েছে নাকি অনুষ্ঠানের আয়োজকদের কোনও ভুল রয়েছে ৷ আপাতত এই বিষয় নিয়ে নেটপাড়ায় হচ্ছে জলঘোলা ৷ উল্লেখ্য, 11 অক্টোবর মুক্তি পাচ্ছে 'ভিকি বিদ্যা কি বো বালা ভিডিয়ো' ৷ পর্দায় রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে ৷

ABOUT THE AUTHOR

...view details