কলকাতা, 13 ফেব্রুয়ারি: চলছে মাধ্যমিক । দুটো পরীক্ষা হয়ে গিয়েছে । সামনেই অঙ্ক । আর অঙ্ক মানেই অনেকের কাছে বেশ একটা বাড়তি চাপের বিষয় । তাদের মনে বাজে, দাদা অঙ্ক কী কঠিন ! আবার অনেকের কাছেই অঙ্ক কোনও ব্যাপারই নয় । কারও অঙ্কে ভয়, আবার কারও ইংরেজি বা ভূগোলে । এরকম সকলের মধ্যেই কোনও না কোনও বিষয় নিয়ে টেনশন থাকে । জীবনের প্রথম বড় পরীক্ষায় কোন বিষয় নিয়ে টেনশন ছিল ? ইটিভি ভারত এই প্রশ্ন রেখেছিল টলিপাড়ার জনাকয়েক অভিনেতার কাছে । কী উত্তর দিলেন তাঁরা?
অভিনেতা সৌরভ দাস বলেন, "সারাজীবনই অঙ্কে ভয় ছিল । কোনওরকমে পাশ মার্কস তোলাটাই ছিল টার্গেট । আমি কোনওকালেই ভালো ছিলাম না অঙ্কে ।"
টলি সেলিব্রিটিদের প্রথম বোর্ডের পরীক্ষায় কোন বিষয়ে ছিল ভয়? (ইটিভি ভারত) অভিনেতা সৌরভ দাসের কাছেও অঙ্ক ভীষণ কঠিন (নিজস্ব ছবি) অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়ের কথায়, "অঙ্ক অঙ্ক অঙ্ক । উরিব্বাবা ভীষণ ভয় পেতাম । আর ছিল ফিজিক্যাল সায়েন্স নিয়ে ভয় । মাধ্যমিকের পর হাঁপ ছেড়ে বেঁচেছিলাম । যাক এবার নিজের পছন্দমতো সাবজেক্ট নিতে পারব । তাও মোটামুটি ভালো নম্বরই পেয়েছিলাম সাবজেক্ট দুটোতে । সব মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আমার অনেক শুভেচ্ছা রইল । জীবনের প্রথম বড় পরীক্ষা । এটা ভালো করে দিতেই হবে ।"
বাসবদত্তা চট্টোপাধ্যায়ের অঙ্কে ভীতি (নিজস্ব ছবি) অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, "আমি এত ভালো ছিলাম পড়াশোনায় যে সব সাবজেক্ট নিয়েই আমার ভয় ছিল । আসলে সাবজেক্টগুলোই আমাকে ভয় পেত যে তাদের আমার মাথায় ঢুকতে হচ্ছে । আমার বাবা মা সাপোর্টিভ ছিল । ফলে, আমার যে লেখাপড়াটা হবে না সেটা তারা বুঝতে পেরেছিল । তাই আমি অভিনয়ে চলে আসি ।"
সব সাবজেক্ট নিয়েই ভয় ছিল বনি সেনগুপ্তর (নিজস্ব ছবি) অভিনেত্রী স্বস্তিকা দত্ত বলেন, "আমার তো পুরো বোর্ডস নিয়েই ভয় ছিল । তবে সবচেয়ে বেশি ভয় ছিল অ্যাডমিট কার্ড যেন ভুলে না যাই সেই নিয়ে । আর সাবজেক্ট বলতে ইতিহাস নিয়ে । তারিখ মনে রাখতে পারতাম না । আর ভয় ছিল অঙ্কে ।"
ইতিহাস নিয়ে ভয় ছিল স্বস্তিকার (নিজস্ব চিত্র) নৃত্যশিল্পী তথা অভিনেত্রী শতাক্ষী নন্দী বলেন, "আমি ক্যাথলিক স্কুলে পড়েছি । আলাদা বোর্ড । কিন্তু আমরা জানতাম মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কতটা কঠিন । যাইহোক আমি অঙ্ক পরীক্ষার দিন খুব ভয়ে থাকতাম । কিন্তু আমি অঙ্কে খারাপ ছিলাম না । প্রশ্নপত্র পেয়ে একবার আমাকে বাথরুমে যেতেই হত ।"
শতাক্ষী নন্দীকে অবশ্য মাধ্যমিক দিতে হয়নি (নিজস্ব ছবি) অভিনেতা জয়ী দেব রায় বলেন, "এমনিতে আমি লেখাপড়ায় ভালো ছিলাম । টপ করতাম আমি । কিন্তু ভয় পেতাম ইংরেজিকে । প্রচুর লিখতে হত বলে । আমি অত লিখতে পারতাম না । 20 নম্বরের প্রশ্নের উত্তর আমার এক পাতায় শেষ হয়ে যেত । ফলে 20-তে 4 পেতাম । মানে সব মিলিয়ে নম্বরও কমে যেত । ইংরেজিতে 57 থেকে 60-এর মধ্যে নম্বর পেতাম । কিন্তু সবাই বলে আমি ইংরেজিটা মন্দ বলি না । আমি সায়েন্স নিয়েছিলাম কম লিখতে হবে বলেই ।"
জয়ী দেব রায় ভয় পেতেন ইংরেজিকে (নিজস্ব ছবি)