কলকাতা, 2 ফেব্রুয়ারি:বাগদেবীর আরাধনায় আজ ব্যস্ত সকলেই । সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সকলের কাছেই এই দিনটা খুব স্পেশাল । আনন্দ এবং নানা কর্মসূচিতে আজ ব্যস্ত টলিপাড়াও ।
নয় নয় করে 9-এ পা দিল অভিনেতা ঋষি মুখোপাধ্যায় এবং স্বাগতা মুখোপাধ্যায়ের 'অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস'-এর সরস্বতী পুজো । প্রতি বছরের মতো এ বছরও বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা । এঁদের মধ্যে প্রায় অনেকেই আজ চুটিয়ে কাজ করছেন বিভিন্ন ধারাবাহিকে ও থিয়েটারে ।
'অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস'-এর সরস্বতী পুজো (নিজস্ব চিত্র) ঋষি মুখোপাধ্যায় এবং স্বাগতা মুখোপাধ্যায়ের পুজো (নিজস্ব চিত্র) বাগদেবীর আরাধনায় শামিল কোয়েল মল্লিক ও তাঁর প্রযোজক স্বামী নিসপাল রানে । আজ সকালেই এই দম্পতির প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের পুজোয় হাজির হন দেব । প্রসঙ্গত, এই বছরেই এই প্রযোজনা সংস্থার ঘর থেকে মুক্তি পেয়েছে 'খাদান'। সুরিন্দর ফিল্মসের পুজোয় হাজির ছিলেন রঞ্জিৎ মল্লিক-সহ আরও অনেকে ।
বাগদেবীর আরাধনায় কোয়েল মল্লিক (নিজস্ব চিত্র) সুরিন্দর ফিল্মসের পুজোয় হাজির দেব (নিজস্ব চিত্র) ওদিকে ভারতলক্ষ্মী স্টুডিয়োতেও বাগদেবীর আরাধনায় ব্যস্ত পরিচালকেরা । সুদেষ্ণা রায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, শুভ্রজিৎ মিত্র, অনির্বাণ ভট্টাচার্য, অমিত দাস ছাড়াও হাজির আরও অনেকে ।
ভারতলক্ষ্মী স্টুডিয়োতেও বাগদেবীর আরাধনা (নিজস্ব চিত্র) এদিকে, সরস্বতী পুজোর এই বিশেষ দিনেই 'রঘু ডাকাত'-এর শুভ মহরৎ সেরে ফেলল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস । সেখানে হাজির ছিলেন দেব, ইধিকা পাল, ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, নীলায়ণ চট্টোপাধ্যায়, রথীজিৎ ভট্টাচার্য-সহ আরও অনেকে ।
'রঘু ডাকাত'-এর শুভ মহরতে দেব (নিজস্ব চিত্র) 'রঘু ডাকাত'-এর শুভ মহরৎ (নিজস্ব চিত্র) জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর গানের প্রতিষ্ঠানেও আজ প্রতিবারের মতো ধূমধাম করে পুজো এবং সঙ্গীতের আয়োজন করা হয় । বাসন্তী রঙের শাড়িতে সেজেছেন ইমন ।
সুরিন্দর ফিল্মসের পুজোয় হাজির দেব (নিজস্ব চিত্র) বাগদেবীর আরাধনায় ব্যস্ত টলিপাড়া (নিজস্ব চিত্র)