কলকাতা, 11 ডিসেম্বর: 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উঠে এল সেকাল-একাল নিয়ে নানা কথা ৷ শিশিরমঞ্চে আয়োজন করা হয় হয়েছিল ফেস্টিভ্যালের একাল-সেকাল নিয়ে এক আলোচনা সভার ৷ বক্তা ছিলেন জুডি গ্ল্যাডস্টোন, ভিকে চেরিয়ান, আমুধান আর পি, এন বিদ্যাশঙ্কর, সুপ্রাণ সেন, প্রযোজক বিক্রমজিৎ রায়। সঞ্চালনায় স্বপন মল্লিক।
"চলচ্চিত্র উৎসবে সবার আগে ভালো সিনেমা দেখানো প্রয়োজন।" মঞ্চে উঠে শুরুতে এমন কথাই বলেন 'বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসব'-এর প্রতিষ্ঠাতা এন বিদ্যাশঙ্কর। তিনি আরও বলেন, "চলচ্চিত্র উৎসবে সমসাময়িক সিনেমার উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু পুরনো ছবিও দেখানোর প্রয়োজন আছে। আমি 1982-র কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেখেছি। মনে আছে, গোদার বা ইলমাজ গুনের ছবি দেখতে সেবার বহু মানুষের ঢল নেমেছিল।"
প্রযোজক বিক্রমজিৎ রায় বলেন, "এখনকার বড় বড় চলচ্চিত্র উৎসবগুলিতে মার্কেটের যে উপস্থিতি তা আগে ছিল না। "
চলচ্চিত্র পরিচালক তথা মাদুরাই চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা আমুধান আরপি বলেন, "আমরা খুব ছোট পরিসরে চলচ্চিত্র উৎসব করি। আমরা এমন সব ছবি দেখাই যা বড় উৎসবগুলো নানান প্রতিবন্ধকতার কারণে দেখাতে পারে না।"