কলকাতা, 3 অগস্ট: বড়পর্দার পর কোনও ওটিটি-তে নয়, সরাসরি ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের প্রথম ছবি 'ভটভটি'। ওদিকে তাঁর 'পারিয়া' মুক্তি পেয়েছে হইচইতে।
2022-এর 11 অগস্ট 'ভটভটি' রিলিজ করে অনেকগুলো হিন্দি আর বাংলা সিনেমার সঙ্গে। স্বভাবতই তখন সিনেমা হল পাওয়া নিয়ে অনেক বেগ পেতে হয় তথাগতর টিমকে ৷ এরপর সময় অনেকটা কেটে গিয়েছে ৷ তথাগত বানালেন 'পারিয়া' ৷ দর্শক ভরালেন প্রশংসায় ৷ সমালোচকদের প্রশংসা পেয়েছিল 'ভটভটি'ও ৷ তবে, যথষ্ট সিনেমা হল না-পাওয়ায় বেশি সংখ্যক মানুষের কাছে তা পৌঁছয়নি ৷
ছবি ইউটিউবে আসার খবরে বললেন তথাগত (ইটিভি ভারত) তথাগত বলেন, "ভটভটি আমার কাছে মহাভারতের কর্ণ-বঞ্চনা আর যন্ত্রণা যার একমাত্র প্রাপ্তি ছিল ৷ আমার দৃঢ় বিশ্বাস ভটভটির এই মুক্তি তাঁকে তাঁর প্রাপ্য সম্মান এনে দেবে। 'ভটভটি'র সঙ্গে জড়িত অনেক অভিনেতা ও টেকনিশিয়ানরা এক বছর ধরে এই সিনেমার নির্মাণে যে নিরলস পরিশ্রম করেছিলেন, অবশেষে তাঁরা স্বীকৃতি পাবেন। অনেকে হয়তো 'ভটভটি'র মতো বড় বাজেটের সিনেমার ইউটিউব রিলিজে ভ্রু কোঁচকাবেন, কিন্তু আমি এবং আমার টিমের বিশ্বাস এতেই 'ভটভটি'র শাপমুক্তি ৷ হলে না-যাওয়া অভ্যাসের দর্শকদের হয়তো 'ভটভটি'র ইউটিউব মুক্তি নতুন পথ দেখাবে আগামীতে ৷"
তথাগত'র আরও সংযোজন, "বহু মানুষ জানতে চেয়েছিলেন কোথায় ভটভটি দেখতে পাওয়া যাবে কিন্তু আমি উত্তর দিতে পারিনি ৷ প্রযোজনা সংস্থার অভ্যন্তরীণ সিদ্ধান্তের জন্য 'ভটভটি' স্যাটেলাইট বা ডিজিটালি কোথাও দেখা যায়নি ৷ অবশেষে 16 অগস্ট থেকে 'ভটভটি' সবার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে ৷ প্রযোজক প্রমোদ ফিল্মসের ইউটিউব চ্যানেল প্লুটো মিউজিকে ৷"
তথাগত আরও বলেন, "লেখক, পরিচালক হিসেবে আমার প্রথম সন্তান 'ভটভটি'। আমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়। রিলিজের সময় থেকে দুর্ভাগ্য যার প্রতিনিয়ত সঙ্গী। 2020 সালের মে মাসে 'ভটভটি' রিলিজ করার পরিকল্পনা ছিল। কোভিডের থাবায় সম্ভব হয়নি। 2022 সালের 11 অগস্ট 'ভটভটি' রিলিজ করে এবং মাত্র 12টি সিনেমা হলে রিলিজ করে ৷ অত্যন্ত খারাপ শো টাইমের যে সময়ে মানুষের পক্ষে সিনেমা হলে গিয়ে ছবি দেখা সম্ভব না ৷ ফলে অধিকাংশ মানুষ বঞ্চিত হয়েছেন 'ভটভটি' দেখার ক্ষেত্রে ৷ সমালোচকেরা যেটুকু দর্শকের কাছে 'ভটভটি' পৌঁছে দিতে পেরেছিলেন তাদের ভূয়সী প্রশংসার মাধ্যমে, তাতেও 'ভটভটি' তার প্রাপ্য স্বীকৃতি পায়নি বলেই আমার বিশ্বাস। কারণ সাধারণ মানুষ ছবিটা দেখতেই পাননি ৷"
পরিচালকের মতে, আজ বাংলা সিনেমার এই দুর্দিনে, যে সময়ে বাংলা সিনেমা কেনা-বেচা ভীষণ রকম ক্ষতিগ্রস্ত, সেই সময়ে প্রযোজকদের 'ভটভটি' ইউটিউবে রিলিজের এই সিদ্ধান্তে আমি এবং পুরো টিম ভীষণ রকম আপ্লুত ও কৃতজ্ঞ ৷ কারণ একজন শিল্পীর প্রাথমিক লক্ষ্য তাঁর শিল্প সর্বসাধারণের কাছে পৌঁছে যাওয়া ৷ 'ভটভটি'র মতো সিনেমা ইউটিউবের মাধ্যমে সর্বসাধারণের কাছে পৌঁছে যাবে এবং দর্শকের মাঝে 'ভটভটি'র প্রকৃত মূল্যায়ন হবে, এর চেয়ে আনন্দসংবাদ আর কিছু হতে পারে না।