পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

20 কোটিতে খাতা খুলল 'ক্রিউ', ইতিহাসে টাবু-করিনার ছবি - Crew Box Office - CREW BOX OFFICE

Crew Box Office Collection: মুক্তির পরেই ইতিহাস তৈরি করল টাবু, করীনা, কৃতি অভিনীত 'ক্রিউ' ৷ প্রথমবার একদিনের বক্সঅফিস কালেকশনে ফিমেল লিড ছবি তাক লাগাল সকলকে ৷

Crew Box Office Collection
'ক্রিউ' মাতাল বক্সঅফিস

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 5:00 PM IST

হায়দরাবাদ, 30 মার্চ: কমেডির মোড়কে তিন বিমান সেবিকার অসামান্য জার্নি প্রথম দিনেই মন জিতে নিয়েছে দর্শকদের ৷ টাবু, কৃতি শ্যানন ও করিনা কাপুর খান অভিনীত 'ক্রিউ' প্রথম দিনেই তৈরি করেছে রেকর্ড ৷ রাজেশ কৃশান পরিচালিত নারীকেন্দ্রীক এই ছবি তৈরি করে ফেলেছে ইতিহাসও ৷ নির্মাতারা জানিয়েছেন, 'ক্রিউ' প্রথমদিন বক্স অফিসে আয় করেছে 20 কোটি টাকা ৷ সেইসঙ্গে নারীকেন্দ্রিক হিন্দি ছবি হিসেবে মুক্তির দিন সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়ল টাবু-করিনার ছবি ৷

সোশাল মিডিয়ায় বক্সঅফিসের এই সাফল্য শেয়ার করেছেন নির্মাতারা ৷ ফিমেল লিড হিন্দি ছবি হিসাবে প্রথম দিনের আয়ের নিরিখে সকলকে পিছনে ফেলেছে 'ক্রিউ' ৷ বিশ্বব্যাপী প্রথম দিন 20.07 কোটি টাকা আয় করেছে 'ক্রিউ' ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী ভারতে এই ছবি আয় করেছে 8.75 কোটি টাকা ৷ মূলত, ছবির গল্প এগিয়েছে ধুঁকতে থাকা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিন বিমান সেবিকাকে নিয়ে ৷ এই কাজের সঙ্গে জড়িত থাকা অবস্থায় এমন কিছু তাঁদের সঙ্গে ঘটে, যা জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ৷ তবে তাঁদের জীবন সত্যি কি বদলাবে নাকি অন্যদিকে এগোবে ছবির গল্প, তা 'ক্রিউ' দেখলেই বোঝা যাবে ৷

ছবি নিয়ে মোটের উপর ভালোই প্রতিক্রিয়া দিয়েছেন দর্শকরা ৷ গুডফ্রাইডের দিন মুক্তি পেয়েছে 'ক্রিউ' ৷ তারমধ্যে উইকএন্ড ৷ নির্মাতাদের আশা, এই দুদিনে ছবির ঘরে ভালোই আয় হবে ৷ ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জ, রাজেশ শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায় ও কপিল শর্মাকে ৷ এছাড়াও ইতিমধ্যেই মন কেড়েছে দিলজিৎ, বাদশা, শ্রুতি তাওয়াড়ের গানগুলি ৷ নতুন করে ফিরে এসেছে লক্ষ্মীকান্ত-প্যায়ারেলালের বিখ্য়াত গান 'চোলি কে পিছে' ৷ সবমিলিয়ে এই ছবি 100 কোটির ক্লাবে পৌঁছলে তৈরি হবে নতুন ইতিহাস ৷

ABOUT THE AUTHOR

...view details