পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'সারাজীবন ভালোবাসব...' সুশান্তের জন্মদিনো পোস্ট দিদি শ্বেতার, ছবি শেয়ার রিয়ারও - Sushant Singh birth anniversary

Sushant Singh Rajput: তাঁর হাস্যময় ছবি অনুরাগীদের কখনও ভুলতে দেয় না তাঁর উপস্থিতি ৷ সুশান্ত সিং রাজপুতের 38তম জন্মদিনে সোশাল মিডিয়ায় পোস্ট দিদির ৷ পুরনো স্মৃতি ঘাঁটলেন বান্ধবী রিয়া চক্রবর্তীও ৷

Etv Bharat
সুশান্ত সিং রাজপুতের জন্মদিন

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 5:56 PM IST

হায়দরাবাদ, 21 জানুয়ারি:2020 সালের জুন মাসে আচমকাই বিটাউনে নেমেছিল শোকের ছায়া ৷ সামনে আসে 'কাই পো চে' অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ৷ আত্মহত্যা না খুন, তা নিয়ে বিতর্ক এখনও চলছে ৷ তবে 21 জানুয়ারি তাঁর জন্মদিন ৷ ভাইয়ের স্মৃতিতে ডুব দিলেন দিদি শ্বেতা সিং কীর্তি ৷ ভাইয়ের হাসি-খুশি মুহূর্তের নানা ভিডিয়ো কোলাজ হিসাবে শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ৷

ভাই সুশান্ত চলে গেলেও তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে পরিবার ৷ নানা সময় সোশাল মিডিয়ায় সুশান্তের ছবি বা ভিডিয়ো শেয়ার করেন শ্বেতা ৷ ভাইয়ের জন্মদিনে মিষ্টি একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ সুশান্তের 'গুড়িয়া দি' পোস্টে লেখেন, "শুভ জন্মদিন আমার সোনা ভাই ৷ আমি তোমাকে সারাজীবন ভালোবাসব ৷ আমি আশা করি তুমি মানুষের মনে বেঁচে রয়েছ ৷ এভাবেই তুমি বেঁচে থাকো সকলের মনে ৷ আমাদের গাইডিং স্টার, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ৷ এভাবে তুমি আমাদের আলো দেখাতে থাকো, পথ দেখাতে থাকো ৷"

এই পোস্টে অনেক অনুরাগীরাও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ৷ শ্বেতা থাকেন আমেরিকায় ৷ ভাইয়ের মৃত্যুর পর তাঁকে নিয়ে একটি বই প্রকাশ করেন ৷ যার নাম 'পেইন: আ পোর্টাল টু এনলাইটমেন্ট' ৷ সেই বইয়ে তিনি জানিয়েছিলেন, সুশান্ত ছিলেন বাড়ির আদুরে ছেলে ৷ তিনি লেখেন, "আমার জন্মের পর বাবা-মা একটি পুত্র সন্তান চেয়েছিলেন ৷ কারণ আমার মা তাঁর প্রথম পুত্র সন্তানকে হারিয়েছিলেন ৷ তাই সুশান্ত ছিল আমাদের চোখের মণি ৷"

সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে অভিনেতাকে স্মরণ করেছেন বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তীও ৷ ইন্সটাগ্রামে সুশান্তের ছবি শেয়ার করেন রিয়া ৷ সৌভিক, সুশান্তের একটি পুরনো ছবি শেয়ার করেন ৷ সোশাল মিডিয়ায় অনেক বলিউড তারকাও সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে স্মরণ করেছেন ৷ উল্লেখ্য, একাধিক ভালো ছবি উপহার দিয়েছেন ৷ তার মধ্যে উল্লেখযোগ্য 'কেদারনাথ', 'এমএস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি', 'ছিঁছোড়ে', 'দিল বেচারা'-সহ একাধিক ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details