পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'কাঙ্গুভা'র কারণে বক্সঅফিসে কি আয় কমবে অজয়-কার্তিকের ছবির? - BHOOL BHULAIYAA 3 VS SINGHAM AGAIN

'কাঙ্গুভা'র মুক্তিতে কি 'ভুল ভুলায়া 3' ও 'সিংহম এগেইন' ছবির বক্স অফিসে ছাপ পড়বে? কি বলছে রিপোর্ট?

Etv Bharat
'কাঙ্গুভা', 'ভুল ভুলায়া 3' ও 'সিংহম এগেইন' (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 15, 2024, 3:07 PM IST

হায়দরাবাদ, 15 নভেম্বর: দিওয়ালি উইকেন্ডে মুক্তি পেয়েছে অজয় দেবগণের 'সিংঘম এগেইন' ও কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3' ৷ প্রতিযোগিতা হলেও দুটি ছবি গ্লোবালি ঢুকে গিয়েছে 300 কোটির ক্লাবে ৷ তার মধ্যেই মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা সুরিয়ার 'কাঙ্গুভা' ৷ অজয়-কার্তিকের বক্সঅফিসে কি প্রভাব পড়বে 'কাঙ্গুভা'র? কি বলছে রিপোর্ট?

তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছে 'জয়ভীম' খ্যাত অভিনেতার ছবি ৷ প্রথম দিন নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া পায় 'কাঙ্গুভা' ৷ অনেকেই সুরিয়া ও ববি দেওলের অভিনয়ের প্রশংসা যেমন করেছেন তেমনই অনেকে ছবির ব্য়াকগ্রাউন্ড স্কোর নিয়ে সমালোচনা করেছেন ৷

অন্যদিকে, আমিজ বাজমির হরর-কমেডি ছবি ও রোহিত শেঠ্ঠীর কপ ইউনিভার্স ছবি 300 কোটির ঘরে প্রবেশ করলেও দ্বিতীয় সপ্তাহে ব্যবসা বেশ নীচের দিকে ৷ প্রায় 65 শতাংশ আয় কমেছে ছবির ৷ দ্বিতীয় সপ্তাহে দুটি ছবির মিলিত গ্রস আয় 106 কোটি টাকার মতো ৷

ভুল ভুলাইয়া 3 বক্সঅফিস কালেকশন (দ্বিতীয় সপ্তাহ)

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে বুধবার পর্যন্ত কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত ছবি আয় করেছে 61.91 কোটি টাকা ৷ ভারতে মোট ছবির আয় হল 230.77 কোটি টাকা ৷ 14তম দিনে ভারতীয় বক্সঅফিসে ছবি ব্যবসা করেছে 4 কোটি টাকা ৷ ফলে মোট আয়ের পরিমাণ 234 কোটি টাকা ৷

সিংঘম এগেইন বক্সঅফিস কালেকশন (দ্বিতীয় সপ্তাহ)

অজয় দেবগণ, করিনা কাপুর খান, অর্জুন কাপুর অভিনীত 'সিংঘম এগেইন' ছবির ভারতীয় বক্সঅফিসে মোট কালেকশন 231.35 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহে ছবির আয় হয়েছে 48 কোটি টাকার মতো ৷ দ্বিতীয় বৃহস্পতিবার ছবির আয় মাত্র 3 কোটি টাকা ৷ সবমিলিয়ে ভারতীয় বক্সঅফিসে ছবির আয় হয়েছে 234.35 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহে দুটি ছবির নেট আয় যথাক্রমে 437 কোটি ও 524 কোটি টাকা ৷

কাঙ্গুভা বক্সঅফিস কালেকশন

14 তারিখ মুক্তি পেয়েছে সুরিয়ার 'কাঙ্গুভা' ৷ স্যাকনিল্ক অনুযায়ী প্রথম দিন এই ছবি আয় করেছে 22 কোটি টাকা ৷ যার মধ্যে তামিল ভাষায় আয় হয়েছে 13.65 কোটি টাকা, হিন্দি ভাষায় আয় হয়েছে 3.25 কোটি টাকা, তেলুগু ভাষায় আয় হয়েছে 5 কোটি টাকা, কন্নড় ভাষায় আয় হয়েছে 2 লাখ টাকা ও মালয়লম ভাষায় এই ছবি আয় করেছে 8 লাখ টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details