কলকাতা, 12 নভেম্বর: ফাঁকা হয়ে গেল 'বাঞ্ছারামের বাগান' ৷ প্রয়াত বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব তথা অভিনেতা মনোজ মিত্র ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর ৷ জেঠুকে হারিয়ে ভীষণ মনখারাপ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর ৷
মঙ্গলবার সকালে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ৷ অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিনেতার সঙ্গে কাজ করেছেন সুদীপ্তা ৷ আজ তাঁর প্রয়াণের খবরে ছোটবেলা ঘেঁটে যাচ্ছে বলে মনে করছেন তিনি ৷
সুদীপ্তা বলেন, "এই খবর শুনে আমার ভালো লাগছে না ৷ আমি খুব ভয় পেতাম মনোজ জেঠুকে ৷ মনোজ জেঠুর লেখা আর ওনার কমিক টাইমের ভীষণ ভক্ত ছিলেন আমার বাবা ৷ অত ছোট বয়সে এই সব আমি বুঝতাম না ৷ বড় হয়ে মনোজ মিত্রের লেখা নাটকে অভিনয় করেছি ৷ ওনার সঙ্গে বা ওনার পরিচালনায় কাজ করার সুযোগ হয়নি ৷ তবে সিনেমায় কাজ করেছি ৷ নোবেল চোর, 61 নম্বর গড়পাড় লেন ছবিতে কাজ করেছি ৷"
অভিনেত্রী আরও বলেন, "কিছু মানুষ হয়, যাঁদের কাজে তুমি মুগ্ধ হবে আবারও ভয়ও পাবে ৷ তাঁদের দূর থেকে দেখবে ৷ যদিও উনি ভীষণ স্নেহের সঙ্গে দেখতেন ৷ দেখা হলে মাথায় হাত বোলাতেন ৷ আমি ওনাকে দূর থেকে দেখতে ভালোবাসতাম৷ ছোটবেলাটা ঘেঁটে যাচ্ছে ৷ মনোজ জেঠু অনেকদিন ধরে অসুস্থ ছিলেন জানতাম ৷ আজ তাঁর চলে যাওয়ার খবরে মনের ভিতরটা খালি খালি লাগছে ৷"
সোশাল মিডিয়াতেও সুদীপ্তা শোক প্রকাশ করেছেন ৷ লিখেছেন, ""...খরা বা বন্যায় গোটা গোটা,দলীয় সংঘর্ষে কাটা কাটা।.... " আপনার "নৈশভোজ" এর শেয়ালরা জানতো লাশ কখন কি আকারে পাওয়া যায়। শেয়ালরা এখনও জানে। তবে "নৈশভোজ" এর মত নাটক তো আর লেখা হবে না....। ভালো থাকবেন মনোজ জেঠু ৷"