পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'বাংলা গান শুনব না'-মন্তব্য দুর্ভাগ্যজনক, ইমনের পাশে সুব্রত-দেবাশিস - IMAN CHAKRABORTY

সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর প্রতিবাদের কথা শুনে সাধুবাদ অভিনেতা সুব্রত-দেবাশিসের ৷ 'বাংলা গান শুনবে না', এমন মন্তব্য দুর্ভাগ্যজনক বলে মত অভিনেতাদের ৷

Subrata Datta, Debasish
সুব্রত-দেবাশিস (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 8, 2024, 7:38 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: 'বাংলা গান না শুনবেন না' ৷ অনুষ্ঠানে কিছু দর্শকের এমন কথা শুনে মেজাজ হারান সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ৷ জোড়ালো প্রতিবাদে সরব হন শিল্পী ৷ এবার তাঁকে সমর্থন করলেন টলিউডের দুই অভিনেতা সুব্রত দত্ত ও দেবাশিস মণ্ডল ৷

শনিবার ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছিল, এক গানের অনুষ্ঠানে ইমন যান ৷ সেখানে মনের আনন্দে একের পর এক গান শোনাচ্ছেন ৷ কিছুক্ষণ পরেই কাটে ছন্দ ৷ বেশ কিছু ছেলে দর্শকদের ভিড় থেকে বলে ওঠেন, তাঁরা বাংলা গান শুনবেন না ৷ এরপর ইমনের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, তিনি হিন্দি গান গাইছেন না কেন? এমন কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি গায়িকা ৷ দেন মোক্ষম জবাব ৷

সুব্রত-দেবাশিস (ইটিভি ভারত)

অভিনেতা দেবাশিস এই বিষয়ে বলেন, " যিনি বাংলা গান শুনবেন না বলেন আমি সেই দর্শককে আপামর বাঙালি দর্শকের চয়েস বলে মনে করি না ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক ৷ ধন্যবাদ জানাই ইমনদি অন্তর থেকে বাঙালি হিসাবে এবং বাঙালি শিল্পী হিসাবে যে উনি প্রতিবাদ করেছেন ৷"

অভিনেতা আরও বলেন, "বাংলাকে অপমান, বাংলা ভাষাকে অপমান করলে যে কোন শিল্পী প্রতিবাদ করবেন ৷ আমি থাকলে আমিও করতাম ৷ এটা সত্যিই ভাবনার বিষয় যে বাংলায় থেকে বাংলার সংস্কৃতি নিয়ে এমন বলছি ৷ যে কেউ অন্য ভাষার গান শুনতেই পারেন, সেই স্বাধীনতা অবশ্যই আছে ৷ কিন্তু কোনও ভাষাকেই আমার পছন্দ হোক বা না হোক রিজেক্ট করার অধিকার আমার নেই ৷" অভিনেতা সুব্রত বলেন, "শিল্পীরা দেশ-জাত-ভাষার ওপরে হন ৷ স্থান-কালেরও ওপরে ৷ ওটা ক্রস করতে না পারলে শিল্পী হওয়া যায় না ৷ যাঁরা ক্রিয়েটিভ তাঁদের বিপরীত স্রোতে চলতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details