পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রভাসের 'কল্কি'র রেকর্ড ভাঙতে চলেছে রাজকুমার-শ্রদ্ধার 'স্ত্রী 2' - Stree 2 Box Office Collection - STREE 2 BOX OFFICE COLLECTION

Stree 2 Box Office Day 6: অমর কৌশিকের ছবি 'স্ত্রী 2' পিছনে ফেলেছে শাহরুখ খানের 'পাঠান' ও রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' ছবির রেকর্ড ৷ এবার সামনে প্রভাসের 'কল্কি 2897এডি' ৷ সেই রেকর্ডও ভাঙার পথে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের ছবি ৷

Stree 2 Box Office Day 6
'কল্কি'র রেকর্ড ভাঙতে চলেছে রাজকুমার-শ্রদ্ধার 'স্ত্রী 2' (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 21, 2024, 3:11 PM IST

হায়দরাবাদ, 21 অগস্ট : 'শরকাটা'র আতঙ্ক বক্সঅফিসে ভালোই ব্যবসা দিচ্ছে ৷ এক সপ্তাহের মধ্যে 'স্ত্রী 2' সিনেপর্দায় বশ করেছে দর্শকদের ৷ ফলে বক্সঅফিসে এই ছবি ভেঙে চলেছে একের পর এক রেকর্ড ৷ মাত্র ছ'দিনে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের হরর-কমেডি ছবি পিছনে ফেলেছে 'পাঠান' ও 'অ্যানিম্যাল' ছবির বক্সঅফিস কালেকশন ৷ এবার সামনে রয়েছে প্রভাসের 'কল্কি 2898 এডি' ৷

ষষ্ঠদিনে ছবির বক্সঅফিস কালেকশন

ছবি মুক্তির পর প্রথম সোমবার 'স্ত্রী 2' ঘরে তুলেছে 45 কোটি টাকা ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী ভারত তথা ডোমেস্টিক বক্সঅফিসে ছবি আয় করে ফেলেছে 250 কোটি টাকা ৷ অর্থাৎ ষষ্ঠদিনেই শুধুমাত্র ভারতে এই আয় হয়েছে ৷ অন্যদিকে, পঞ্চম দিনে ছবির গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 285 কোটি টাকায় ৷ নেট কালেকশন হয়েছে 242.4 কোটি টাকা ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী ষষ্ঠ দিনে স্ত্রী 2 আয় করেছে 254.55 কোটি টাকা ৷ দিনের হিসাবে অর্থাৎ মঙ্গলবার আয় হয়েছে 25 কোটি টাকা ৷

অন্যদিকে, 'স্ত্রী'র এই দৌড় ধরে নিয়েছে নাগ অশ্বিন পরিচালিত মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবি কল্কি 2898 এডি-কেও ৷ জানিয়ে রাখা ভাল, 'কল্কি' ছবির হিন্দি ভার্সন আয় করেছিল 277 কোটি টাকা ৷ এস এস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবির হিন্দি ভার্সন আয় করে 272 কোটি টাকা ৷ সেই বিচারে অমর কৌশিকের ছবি 'স্ত্রী 2' ভাঙতে চলেছে 'কল্কি'র বক্সঅফিস কালেকশনের রেকর্ড ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 21 অগস্ট সকাল 10টা পর্যন্ত ছবির আয় হয়েছে 2.74 কোটি টাকা ৷ ফলে গ্লোবালি ছবির মোট আয় হয়েছে 350 কোটি টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details