হায়দরাবাদ, 23 অগস্ট: 'খেল খেল মেঁ' ও 'ভেদা'কে পিছনে ফেলে 'স্ত্রী 2'-র দৌড় বক্সঅফিসে নজর কাড়ছে ৷ স্বাধীনতা দিবসে মুক্তি পায় তিনটি ছবি ৷ তারমধ্যে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি প্রত্যেক দিন নতুন মাইলস্টোন তৈরি করছে ৷ বক্সঅফিসে প্রথমদিনের মতো দুর্দান্ত কালেকশনের ধারা অব্যাহত অষ্টম দিনেও ৷ হরর কমেডি ছবি বৃহস্পতিবার আয় করেছে 16.8 কোটি টাকা ৷ ফলে সব মিলিয়ে এই উইকএন্ডে 'স্ত্রী 2', অনায়াসে 300 কোটির ক্লাবে ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে ৷
ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, অষ্টমদিন মিলিয়ে এই মুহূর্তে ছবির ঝুলিতে ঢুকেছে 291.65 কোটি টাকা ৷ শনিবার-রবিবার সেই আয় 300 কোটি ছুঁয়ে ফেলবে, অনুমান এমনটাই ৷ অর্থাৎ গ্লোবালি ছবির আয় 400 কোটি হলেও ভারতে 300 কোটির ক্লাবে ঢোকা, এখন শুধু উইকএন্ডের অপেক্ষা ৷