পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আসছে শ্রাবন্তী-প্রসেনজিতের 'দেবী চৌধুরানী', প্রকাশ্যে ছবি মুক্তির তারিখ - SRABANTI DEVI CHOWDHURANI POSTER

দীর্ঘ অপেক্ষার অবসান ৷ প্রকাশ্যে 'দেবী চৌধুরানী' ছবির পোস্টার ৷ সোশাল মিডিয়ায় শেয়ার প্রসেনজিৎ-শ্রাবন্তীর ৷ কি বলছেন পরিচালক ও পর্দার ভবানী পাঠক?

DEVI CHOWDHURANI POSTER
আসছে 'দেবী চৌধুরানী' (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 4, 2024, 1:45 PM IST

হায়দরাবাদ/কলকাতা, 4 ডিসেম্বর: কখনও শ্রাবন্তীকে দেখা গিয়েছে তলোয়ারবাজি করতে ৷ আবার কখনও দেখা গিয়েছে অশ্বচালনা করতে ৷ সাহিত্যের পাতা থেকে উঠে আসা গল্পকে রিয়েল লাইফে উপভোগ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ নেপথ্যে পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী' ৷

দিবারাত্র এক করে স্ক্রিপ্ট রিডিং থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারে শুটিং ৷ অবশেষে সামনে এল 'দেবী চৌধুরানী' ছবির প্রথম অফিসিয়াল পোস্টার ৷ সোশাল মিডিয়ায় পরিচালক শুভ্রজিৎ থেকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় শেয়ার করেছেন ছবির পোস্টার ৷ ক্যাপশনে লেখা, " সাহস ও বিপ্লবের চিরন্তন বার্তা, প্রকাশ্যে দেবী চৌধুরানীর অফিসিয়াল পোস্টার ৷"

পোস্টার প্রকাশ্যে আসার পর যোগাযোগ করা হয় পরিচালকের সঙ্গে ৷ শুভ্রজিৎ মিত্র ইটিভি ভারতে বলেন, "অনেক প্রতিকূলতা পেরিয়ে আজ ছবির মুক্তির দিন জানানো হল। সামনের বছর 1 মে রিলিজ করছে ছবিটা। স্বাভাবিকভাবেই সব পরিচালকের তাঁর ছবি নিয়ে প্রত্যাশা থাকে। আট থেকে আশির দেখার মতো ছবি 'দেবী চৌধুরানী'। গ্রাম হোক বা শহর সব জায়গার মানুষের দেখার মতো ছবি। পাশাপাশি যাঁরা মেইনস্ট্রিম ছবি দেখেন বা যাঁরা আর্ট হাউজ ছবি দেখেন তাঁদের সবার দেখার মতো ছবি।" প্রসেনজিৎ জানিয়েছন, "খুব মন দিয়ে কাজটা করেছি।"

প্রসেনজিৎ-শ্রাবন্তীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দের মতো অভিনেতা-অভিনেত্রীদের ৷ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস 'দেবী চৌধুরানী' অবলম্বনে ছবিটি তৈরি করছেন শুভ্রজিৎ মিত্র। মূলত তিনটি দিক নিয়ে এই ছবি তৈরি হবে বলে আগেই জানিয়েছিলেন পরিচালক।

এখানে সবথেকে বেশি প্রাধান্য পাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভাল রেকর্ডস । 1770 থেকে 1780 সাল পর্যন্ত বাংলা ছিয়াত্তরের মন্বন্তর দেখেছে । এই সময়েই আবার দেখেছে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ । অর্থাৎ ইতিহাসের পাতায় পাতায় জায়গা করে নিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম। সেই সংগ্রাম দমন করতে নাস্তানাবুদ হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। এই বিদ্রোহ সম্বন্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রেকর্ড পাওয়া যায় তাতে দেবী চৌধুরানি এবং ভবানী পাঠকের নাম উঠে এসেছে ।

এই দিকটি বিশেষ প্রাধান্য পেতে চলেছে ছবিতে। উল্লেখ্য, ভারত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়ী প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। বলা বাহুল্য, এই প্রথম কোনও বাংলা ছবি তৈরির ক্ষেত্রে তিন দেশ যুক্ত হয়েছে ৷ অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির দিকে এগোচ্ছে 'দেবী চৌধুরানী'।

ABOUT THE AUTHOR

...view details