হায়দরাবাদ/কলকাতা, 4 ডিসেম্বর: কখনও শ্রাবন্তীকে দেখা গিয়েছে তলোয়ারবাজি করতে ৷ আবার কখনও দেখা গিয়েছে অশ্বচালনা করতে ৷ সাহিত্যের পাতা থেকে উঠে আসা গল্পকে রিয়েল লাইফে উপভোগ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ নেপথ্যে পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী' ৷
দিবারাত্র এক করে স্ক্রিপ্ট রিডিং থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারে শুটিং ৷ অবশেষে সামনে এল 'দেবী চৌধুরানী' ছবির প্রথম অফিসিয়াল পোস্টার ৷ সোশাল মিডিয়ায় পরিচালক শুভ্রজিৎ থেকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় শেয়ার করেছেন ছবির পোস্টার ৷ ক্যাপশনে লেখা, " সাহস ও বিপ্লবের চিরন্তন বার্তা, প্রকাশ্যে দেবী চৌধুরানীর অফিসিয়াল পোস্টার ৷"
পোস্টার প্রকাশ্যে আসার পর যোগাযোগ করা হয় পরিচালকের সঙ্গে ৷ শুভ্রজিৎ মিত্র ইটিভি ভারতে বলেন, "অনেক প্রতিকূলতা পেরিয়ে আজ ছবির মুক্তির দিন জানানো হল। সামনের বছর 1 মে রিলিজ করছে ছবিটা। স্বাভাবিকভাবেই সব পরিচালকের তাঁর ছবি নিয়ে প্রত্যাশা থাকে। আট থেকে আশির দেখার মতো ছবি 'দেবী চৌধুরানী'। গ্রাম হোক বা শহর সব জায়গার মানুষের দেখার মতো ছবি। পাশাপাশি যাঁরা মেইনস্ট্রিম ছবি দেখেন বা যাঁরা আর্ট হাউজ ছবি দেখেন তাঁদের সবার দেখার মতো ছবি।" প্রসেনজিৎ জানিয়েছন, "খুব মন দিয়ে কাজটা করেছি।"