পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মুক্তির আগেই অঞ্জন-অপর্ণা জুটির 'এই রাত তোমার আমার' দেখতে চাঁদের হাট - EI RAAT TOMAR AMAR

মুক্তির আগেই অঞ্জন দত্ত ও অপর্ণা সেন জুটির 'এই রাত তোমার আমার' দেখতে চাঁদের হাট বসল শহরের একটি মাল্টিপ্লেক্সে ৷

ETV BHARAT
'এই রাত তোমার আমার' দেখতে চাঁদের হাট (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 30, 2025, 8:09 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: পরমব্রত চট্টোপাধ্যায়ের তৈরি 'এই রাত তোমার আমার' কেমন হয়েছে, সেই প্রশ্নের উত্তর দর্শক দিয়ে দিয়েছে ছবির স্পেশাল স্ক্রিনিং-এ । দর্শকাসন বিশেষ মানুষদের জন্য বরাদ্দ হলেও আদতে তাঁরা তো দর্শকই । চোখের জল বাঁধ মানেনি ঋদ্ধিমা ঘোষের । অঝোরে কেঁদেছেন মুনমুন সেন ।

31 জানুয়ারি ছবির শুভমুক্তি হলেও বৃহস্পতিবার পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবির স্পেশাল স্ক্রিনিং দেখতে শহরের এক মাল্টিপ্লেক্সে হাজির ছিলেন দেব, মুনমুন সেন, বিশ্বনাথ বসু থেকে ইশা সাহা, ঋদ্ধিমা ঘোষ, শোলাঙ্কি রায়, পার্ণো মিত্র, অনির্বাণ চক্রবর্তী, লহমা ভট্টাচার্য, সন্দীপ্তা সেন, পিয়া চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।

হাজির দেব (নিজস্ব চিত্র)
শহরের মাল্টিপ্লেক্সে চাঁদের হাট (নিজস্ব চিত্র)

এক ষাট থেকে সত্তর বছর বয়সের মধ্যে অবস্থানকারী দম্পতির 50 বছরের বিবাহ বার্ষিকীর একটা রাতের গল্প বলে এই ছবি । কেন্দ্রীয় চরিত্র অমর এবং জয়ার ভূমিকায় দেখা গিয়েছে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তকে । কী অপূর্ব রসায়ন ৷ কী অপূর্ব একের পাশে অপরের উপস্থিতি । আচ্ছা, ওটা অভিনয় ? দেখতে দেখতে এটাই মনে হবে আম দর্শকের, এ কথা বাজি রেখে বলা যায় ।

পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি (নিজস্ব চিত্র)
অপর্ণা সেনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা (নিজস্ব চিত্র)

কাঁচা পাকা চুল, চোখে চশমা, কপালে ঝলমলে লাল টিপ, ঠোঁটের কোণে আদর মাখা হাসি । ঠিক যেন আমাদের মা । ঠিক যেমনভাবে আমরা আমাদের মাকে দেখতে চাই, ঠিক তেমনভাবেই অপর্ণা সেনকে দেখা গিয়েছে এখানে ।

স্পেশাল স্ক্রিনিংয়ে শোলাঙ্কি রায় (নিজস্ব চিত্র)
পরমব্রত চট্টোপাধ্যায় ও দেব (নিজস্ব চিত্র)

অঞ্জন দত্তও খুব সাধারণ । তাঁরও মাথা ভরা সাদা চুল । চোখে অতি সাধারণ চশমা । পরনে সাদামাটা শার্ট, ঢোলা সোয়েটার । এক লহমায় মনে হবে পৃথিবীর সব আবদার তাঁর কাছে করা যায় । সন্তানের আবদার মানতে সে প্রস্তুত । সঙ্গীকে আগলে রাখার পরীক্ষায় সে একশোয় 100 ।

স্পেশাল স্ক্রিনিংয়ে মুনমুন সেন (নিজস্ব চিত্র)
অনির্বাণ চক্রবর্তী (নিজস্ব চিত্র)

এই ছবি বন্ধুত্বের, প্রেমের, ভরসার, ভালোবাসার, বার্ধক্যের অবলম্বনের ।

স্পেশাল স্ক্রিনিংয়ে সেলিব্রিটিরা (নিজস্ব চিত্র)
'এই রাত তোমার আমার' দেখতে চাঁদের হাট (নিজস্ব চিত্র)

ABOUT THE AUTHOR

...view details