পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ঘর থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার দেহ, শোকার্ত অনুরাগীরা - SONG JAE RIM PASSES AWAY

মাত্র 39 বছর বয়সে মারা গিয়েছেন কোরিয়ান অভিনেতা । তাঁর বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ ৷

south korean actor song jae rim
মারা গিয়েছেন কোরিয়ান অভিনেতা ('স্ক্রিন গ্লাব'-এর দৃশ্য)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 13, 2024, 3:01 PM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর:ভারতে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কোরিয়ান সিনেমা-সিরিজ ৷ ওটিটির দৌলতে কোরিয়ান রোম্যান্টিক ড্রামার তারকারা ভারতীয় দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন ৷ তারমধ্যেই মর্মান্তিক খবর ৷ কে-ড্রামা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সং জে রিম (song jae rim) মারা গেছেন।

মাত্র 39 বছর বয়সে মারা যান দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই তারকা। 12 নভেম্বর, কোরিয়ান অভিনেতার দেহ তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। কোরিয়ান অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কোরিয়ান অভিনেতা গান 'কুইন উ' এবং 'দ্য মুন এমব্রেসিং'-এর জন্য পরিচিত। আকস্মিকভাবে কোরিয়ান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া দক্ষিণ কোরিয়ার সিনেজগতে ৷

আত্মহত্যা নাকি অন্যকিছু?

মিডিয়া রিপোর্ট অনুসারে, পুলিশ কোরিয়ান অভিনেতার মৃত্যুর তদন্ত শুরু করেছে ৷ তদন্তের সময় অভিনেতার বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলেই উল্লেখ করা হয়েছে। তাঁর মৃত্যুতে কোরিয়ান অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ পুলিশ এখনও এই বিষয়ে কিছু জানায়নি। রিপোর্ট অনুসারে, কোরিয়ান অভিনেতা জে রিমের শেষকৃত্য 14 নভেম্বর অনুষ্ঠিত হবে। একই সময়ে, কোরিয়ান সেলিব্রিটি এবং অভিনেতাদের অনুরাগীরা সোশা মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

2009 সালে অভিনয় জগতে যাত্রা

সং জে রিম অভিনয় জগতে পা রাখেন 2009 সালে। 2011 সালে, 'মুন এমব্রেসিং দ্য সান'- গানের মধ্য দিয়ে দ্রুত জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান রিম ৷ কোরিয়ান ড্রামা সিরিজেও রিম যশ-খ্যাতি অর্জন করেছিল ৷ খ্যাতির শিখরে থাকারও পরেও কেন তিনি আত্মহত্যা করলেন তা নিয়ে ধন্দে অনেকেই ৷

ABOUT THE AUTHOR

...view details