পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিয়ের দিনেই চরম অঘটন! কীভাবে সামলাবেন সৌমিতৃষা?

বিয়ের পরেই মৃত্যু হয় স্বামীর ৷ রহস্যের কিনারা করতে পারবে কি দেবী? প্রকাশ্যে 'কালরাত্রি' সিরিজে দেবী অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডুর প্রথম ঝলক ৷

Soumitrisha Kundu
'কালরাত্রি' ওয়েব সিরিজে সৌমিতৃষা (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

কলকাতা, 19 নভেম্বর: ছোটপর্দায় 'মিঠাই' খ্যাত অভিনেত্রী 'প্রধান' ছবির হাত ধরে বড়পর্দায় আগেই এন্ট্রি নিয়ে নিয়েছেন ৷ এবার তিনি ডেবিউ করতে চলেছেন ওয়েব দুনিয়ায় ৷ হইচইতে আসছে সৌমিতৃষা কুণ্ডুর নতুন ওয়েব সিরিজ 'কালরাত্রি'। প্রকাশ্যে এসেছে সিরিজে অভিনেত্রীর প্রথম ঝলক ৷

হইচইয়ের আসন্ন সিরিজ 'কালরাত্রি' আসছে 6 ডিসেম্বর। হাজির হয়েছে সিরিজের মুখ্য চরিত্রাভিনেত্রী 'দেবী' অর্থাৎ সৌমিতৃষার ফার্স্ট লুক। সৌমিতৃষা ছাড়াও ওয়েব সিরিজে রয়েছেন, ইন্দ্রাশীষ রায়, রাজদীপ গুপ্ত, রূপাঞ্জনা মিত্র, সৈরীতি বন্দ্যোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।

কনে সাজে সৌমিতৃষা (PR Handout)

সিরিজে গল্পের শুরু দেবীর অর্থাৎ সৌমিতৃষার গায়ে হলুদের দৃশ্য দিয়ে। দেবীর বিয়ের দিনই ফলে যায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু মায়ার করা এক ভবিষ্যদ্বাণী। বিয়ের পরেই মারা যায় দেবীর স্বামী। এর পরেই দেবীর জীবনে নেমে আসে অন্ধকার। মূলত মার্ডার মিস্ট্রি নিয়েই এই সিরিজ। রয়েছে জটিল রহস্য। গল্পের শুরু থেকে শেষ অবধি টানটান উত্তেজনা রয়েছে বলে জানা গিয়েছে।

দেবী চরিত্রটা একদিকে যেমন স্বামী হারানোর শোকে বিহ্বল তেমনি স্বামীর মৃত্যু রহস্য উদঘাটন করতে সে মরিয়া ৷ নানাবিধ চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলে দেবীর জীবন। প্রসঙ্গত, সৌমিতৃষা কুণ্ডুর নাম উঠলে সবার আগে মনে পড়ে 'মিঠাই' ধারাবাহিকের কথা। অগণিত দর্শকের মন জিতে নিয়েছিল সেই ধারাবাহিক। তাঁকে বাড়ির মেয়ে ভেবে ফেলেছিলেন দর্শক।

'কালরাত্রি' ওয়েব সিরিজে গায়ে হলুদের দৃশ্য (PR Handout)

টিআরপির কাঁটা একেবারে ওপরের দিকেই থাকত এই ধারাবাহিকের। তবে, ধারাবাহিক শেষ হওয়ার পরে দুটি ছবিতে অভিনয়ও করে ফেলেছেন সৌমিতৃষা। দেবের সঙ্গে 'প্রধান' ছবিতে জুটি বেঁধেছিলেন তিনি। অন্যদিকে আছে '10 জুন'। আর এবার সিরিজে ডেবিউ করতে চলেছেন তিনি। সিরিজটি পরিচালনা করছেন অয়ন চক্রবর্তী। এর আগে 'নিখোঁজ' ওয়েব সিরিজটিও পরিচালক অয়ন চক্রবর্তীর তৈরি। স্বভাবতই কেরিয়ারের প্রথম ওয়েব সিরিজ নিয়ে আবেগী সৌমিতৃষা।

ABOUT THE AUTHOR

...view details