পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সইসাবুদ করে 'সোনা'কে ভালোবাসার ছোঁয়া জাহিরের, খামোশ না-থেকে বরবধূকে আশীর্বাদ শত্রুঘ্নর - Sonakshi and Zaheers Wedding - SONAKSHI AND ZAHEERS WEDDING

Sonakshi Sinha and Zaheer Iqbal Marriage: ধর্মীয় রীতিনীতি নয়, আইনি বিয়েকেই বাছলেন নবদম্পতি ৷ রবিবার সন্ধ্য়ায় রেজিস্ট্রি করে বিয়ে সারলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল ৷ বিয়ে নিয়ে মনোমালিন্য যা ছিল তা ঝেড়ে ফেলে দিয়ে মেয়ে-জামাইয়ের মাথার উপর হাত রাখলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম সিনহা।

Sonakshi Sinha and Zaheer Iqbal Marriage
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল (ফিল্মফেয়ার এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 8:54 PM IST

Updated : Jun 23, 2024, 11:00 PM IST

মুম্বই, 23 জুন:অবশেষে চর্চিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলি ডিভা সোনাক্ষী সিনহা। রবিসন্ধেয় প্রকাশ্যে এল নবদম্পতির ছবি। মুম্বইয়ে এক পাঁচতারা হোটেলে পাঁচ দিন ধরে চলছে বিয়ের অনুষ্ঠান। সেখানেই আজ চারহাত এক হল ৷ সইসাবুদ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর হাতে বউ সোনাক্ষীর হাতে চুম্বন করেন বর জাহির ৷

আইনি বিয়ের পর এদিন নিজেদের ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় লেখেন, "এই দিনেই, সাত বছর আগে (23.06.2017) একে অপরের চোখে, আমরা প্রেমের পবিত্র রূপ দেখেছিলাম ৷ এইটাই আমরা ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সেই ভালোবাসা আমাদের সামনে থাকা কঠিন চ্যালেঞ্জকে হারিয়ে দিয়েছে ৷ জিতেছে আমাদের ভালোবাসা ৷ এসেছে আজকের আনন্দ মুহূর্ত ৷ আমাদের দু'জনের পরিবার এবং আমাদের পূজিত ঈশ্বরের আশীর্বাদে আমরা এখন স্বামী এবং স্ত্রী।

কিছুদিন আগে এই দম্পতির বিয়ের আমন্ত্রণপত্র ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। ওই অডিয়োবার্তায় সোনাক্ষী-জাহিরকে বলতে শোনা গিয়েছিল, "গত সাত বছর ধরে আমাদের মধ্যে বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক ছিল। এবার আমরা একে অপরের অফিসিয়াল স্বামী এবং স্ত্রী হতে চলেছি।" এরপর চলেছে পরিবারের তরফে মান-অভিমানির পালা ৷ শোনা যাচ্ছিল, জামাই ভিন্নধর্মের হওয়ায় কিছুতই মেনে নিতে চাইছিলেন না তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ তবে, সেইসব ধারণায় জল ঢেলে জাহিরকে বুকে টানলেন শত্রুঘ্ন। 'খামোশ' না-থেকে নবদম্পতিকে এদিন আশীর্বাদ করেন শত্রুঘ্ন ৷

এদিন নব বরবধূ বিশেষ দিনের জন্য নিজেদের পছন্দমতো রং বেছে নিয়েছেন ৷ সোনাক্ষীর পরনে আজ ছিল হেভি সুতোর কাজ করা শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ। সঙ্গে ছিল জড়োয়ার গয়না। হাতে সোনালি রংয়ের বালা ৷ হাতে মেহেন্দিও পরেছিলেন অভিনেত্রী। মাথায় ছিল খোঁপা ৷ তাতে সাদা গোলাপ লাগিয়ে সাজ সম্পূর্ণ করেন বলি ডিভা। অন্যদিকে, জাহিরও স্ত্রীর সঙ্গে ম্যাচ করে আইভরি রঙের পাঞ্জাবি পরেছিলেন। নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনন্যা বলিউড তারকারা।

এদিকে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শত্রুঘ্ন সিনহা বলেন, "প্রত্যেক বাবা অধীর আগ্রহে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করে থাকেন ৷ যখন তাঁর মেয়ে নিজের পছন্দের মতো সঙ্গীর সঙ্গে তাঁর জীবন শুরু করে। আমার মেয়েকে জাহিরের সঙ্গেই সবচেয়ে সুখী দেখায়। তাদের বন্ধন চিরকাল অটল থাকুক।" এদিকে বিয়ে উপলক্ষে অতিথিরাও ভিড় জমাতে শুরু করেছেন নব বরবধূর বিয়ে পার্টিতে ৷

Last Updated : Jun 23, 2024, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details