পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'বাবার দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তুললে...' মুকেশকে কড়া জবাব সোনাক্ষীর - SONAKSHI SINHA ON MUKESH KHANNA

পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে ভারতীয় সংস্কৃতি শেখাতে পারেননি ৷ শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ ৷ সোনাক্ষীর সমালোচনায় মুখর মুকেশ খান্না ৷ খামোশ করলেন 'দাবাং' অভিনেত্রী ৷

Sonakshi Sinha on Mukesh Khanna
মুকেশকে কড়া জবাব সোনাক্ষীর (এনএনআই/আইএএনএস)

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

হায়দরাবাদ, 17 ডিসেম্বর: অভিনেতা মুকেশ খান্নাকে সমালোচনার জবাব অভিনেত্রী সোনাক্ষী সিনহার ৷ কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা কন্যা ৷ সেখানে তাঁর জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন 'শক্তিমান' খ্যাত মুকেশ খান্না ৷

আসলে কেবিসি-র পুরনো একটা এপিসোড সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ 2019 সালে তিনি যখন কেবিসি খেলতে গিয়েছিলেন তখন সোনাক্ষী, ভগবান হনুমানকে নিয়ে করা এক প্রশ্নের উত্তর দিতে পারেননি ৷ সেই প্রসঙ্গ তুলে সোনাক্ষীকে কটাক্ষ করেন মুকেশ ৷ শুধু তাই নয়, বাবা শত্রুঘ্ন সিনহার লালন-পালন নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতা ৷ তিনি জানান, বাবা হিসাবে সন্তানদের সাংস্কৃতিক জ্ঞান শেখাতে পারেননি শত্রুঘ্ন ৷

জবাব সোনাক্ষীর (সোশাল মিডিয়া পোস্ট)

ভাইরাল হওয়া সাক্ষাৎকারে খান্না বলেন, "শত্রুঘ্ন সিনহার মেয়ে হওয়ার পরেও এমনটা ঘটে ৷ তাঁর ভাইয়ের নাম লব-কুশ ৷ তাঁরা কেন তাঁকে (সোনাক্ষী) এই সব শিক্ষা দেননি ৷ তাঁরা কেন এত আধুনিক হয়েছেন?" এই কথার প্রসঙ্গ ওঠে যখন কেবিসিতে সোনাক্ষীকে প্রশ্ন করা হয়েছিল, রামায়ণে ভগবান হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি এনেছিলেন? প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন না 'কলঙ্ক' অভিনেত্রী ৷ এরপরেই সোনাক্ষী সমালোচনার মুখে পড়েন ৷

সেই সাক্ষাৎকারে খান্না জানান, পাশ্চাত্য সংস্কৃতির শিক্ষায় তাঁদের বাবা-মা সন্তানদের শিক্ষিত করেছেন ৷ তিনি নাম না করে শত্রুঘ্ন সিনহাকে খোঁচা দিয়ে জানান, রামায়ণের দুই চরিত্র লব-কুশের নাম অনুসারে বাড়ির দুই ছেলের নাম রাখা হয়েছে ৷ কিন্তু বাবা-মা হিসাবে ভারতীয় সংস্কৃতির ইতিহাস শেখাতে ব্যর্থ হয়েছেন ৷

মুকেশ খান্নার এমন মন্তব্য শুনে চুপ থাকতে পারেননি সোনাক্ষী ৷ বাবা-মায়ের দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তোলায় সমালোচনার কড়া জবাব দেন অভিনেত্রী ৷ নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "মুকেশজি, এই দিন হট সিটে আরও একজন মহিলা আমার সঙ্গে ছিলেন ৷ তিনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি ৷ কিন্তু আপনি আমাকে টার্গেট করেছেন ৷ হ্যাঁ, সেদিন আমি উত্তর দিতে পারিনি ৷ মানুষ মাত্রই ভুলে যেতে পারে ৷ কিন্তু এটা পরিষ্কার আপনিও ভুলে গিয়েছেন রামের শিক্ষা ৷ তিনি শিখিয়েছিলেন ভুলে যাও ও ক্ষমা করে দাও ৷"

"যদি রাম মন্থরা ক্ষমা করতে পারেন, কৈকেয়ীকে ক্ষমা করতে পারেন, রাবণকে ক্ষমা করতে পারেন তাহলে আপনিও পারতেন ৷ এত ছোট বিষয় নিয়ে তুলনা না করে ৷ আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি না ৷ কিন্তু হ্যাঁ, আমি নিশ্চই চাই বিষয়টা ভুলে যান এবং আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করুন ৷"

এরপর সোনাক্ষী স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, কেউ পরিবারের সদস্যদের মান-সম্মান হানি করার চেষ্টা করলে কিংবা বাবা-মাকে নিয়ে খারাপ কথা বললে তিনি ছেড়ে কথা বলবেন না ৷ যেহেতু তাঁর বাবা-মা সোনাক্ষীকে সঠিক শিক্ষা দিয়েছেন, মূল্যবোধ শিখিয়েছেন তাই তিনি শ্রদ্ধার সঙ্গে বিনম্রতার সঙ্গে এই কথাগুলি বলেছেন বলে সাফ জানান সোনাক্ষী সিনহা ৷

ABOUT THE AUTHOR

...view details