পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কলকাতায় সোহা আলি খান, কবে দেখা যাবে বাংলা ছবিতে? ইঙ্গিত অভিনেত্রীর - Soha Ali Khan - SOHA ALI KHAN

Soha Ali Khan in Kolkata: সম্প্রতি এক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় যোগ দিতে কলকাতায় আসেন অভিনেত্রী সোহা আলি খান ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আরও একবার বাংলা ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন সোহা ৷

Soha Ali Khan in Kolkata
অভিনেত্রী সোহা আলি খান

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 6:16 PM IST

কলকাতায় সোহা আলি খান

কলকাতা, 27 এপ্রিল: দীর্ঘ সময় কাটিয়ে বাংলা ছবিতে ফিরেছেন সত্যজিৎ রায়ের দেবী-শর্মিলা ঠাকুর ৷ মায়ের পাশাপাশি মেয়ে সোহা আলি খানও বাংলা ছবিতে অভিনয় করেছেন অতীতে ৷ তার মাঝে কেটে গিয়েছে অনেকটা সময় ৷ আবারও মায়ের মতোই সোহা আলি খান বিশিষ্ট পরিচালকের হাত ধরে ফিরতে চাইছেন বাংলা সিনেমায় ৷ সম্প্রতি কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ৷

'স্ন্যাক স্মার্ট ফর আ হেলদিয়ার ফ্যামিলি অ্যান্ড স্ট্রঙ্গার ইমিউনিটি' শীর্ষক প্যানেল ডিসকাশনের তিনি ছিলেন বক্তা ৷ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইয়াসমিন করাচিওয়ালা, ঋতিকা সমাদ্দারও। শরীর ভালো রাখার জন্য আমন্ড কতটা জরুরি এবং এর উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন সকলে ৷ সাংবাদিক সম্মেলন শেষে তিনি মুখোমুখি হন ইটিভি ভারতের সঙ্গে ৷ এদিন তিনি বলেন, "শরীর ভালো রাখার জন্য খাওয়ার প্রতি বিশেষ নজর দেওয়া উচিত ৷ পাশাপাশি স্ন্যাক্স হিসেবে বাদাম খুব গুরুত্বপূর্ণ ৷ প্রতিদিন অল্প করে বাদাম খেলে এতে থাকা পুষ্টিগুণের কারণে শরীরের অনেক সমস্যার সমাধান হয় ৷"

পাশাপাশি তিনি বাংলা ছবিতে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন ৷ তিনি জানান, 'ইতি শ্রীকান্ত' এবং 'অন্তরমহল' ছবিতে কাজ করে অনেক কিছু শিখেছেন ৷ এখানে অনেক প্রতিভাবান তারকারা রয়েছেন ৷ যদি কোনও পরিচালক ভালো চিত্রনাট্য নিয়ে কাজের প্রস্তাব দেন, তাহলে কাজ করব ৷ অন্যদিকে, দীর্ঘ সময় পর মা শর্মিলা ঠাকুরের অভিনয় জগতে ফেরা নিয়ে প্রশংসা করেন মেয়ে সোহা ৷ তিনি জানান, মা গুলমোহর সিরিজ দিয়ে ফের অভিনয়ে ফিরেছেন ৷ বাংলা ছবিও করছেন ৷ ভীষণ ভালো লাগছে ৷ আসলে মা শুটিং সেটে থাকলেই ভালো থাকেন ৷

এদিন ঋতুপর্ণা সেনগুপ্তর ভূয়সী প্রশংসা করে সোহা বলেন, " উনি আমাদের সকলের অনুপ্রেরণা। মা 12 বছর পর বাংলা ছবিতে ফিরেছেন। খুব চ্যালেঞ্জিং চরিত্র। এটা আমারও অনুপ্রেরণা।" এদিন সোহা তাঁর আসন্ন নতুন সিরিজের কথাও জানান। অন্য খাবারের পাশাপাশি বাঙালি খাবারের পোকা সোহা। ভালোবাসেন মায়ের হাতের মাছের ঝোল খেতে। পছন্দ রসগোল্লাও। স্বভাবতই মায়ের হাত ধরেই বাংলার প্রতি সোহার যে আলাদা টান রয়েছে, এদিনের কথাতেই তা আরও একবার স্পষ্ট ৷

ABOUT THE AUTHOR

...view details