হায়দরাবাদ, 26 অক্টোবর: এবার দিওয়ালিতে বক্সঅফিসেও বোমা ফাটতে চলেছে ৷ একদিকে রোহিত শেট্টির কপ ইউনিভার্স অন্যদিকে আনিজ বাজমির হরর-কমেডি ছবি ৷ দুই ভিন্ন ধারার ছবি পর্দায় মুখোমুখি ৷ একইসঙ্গে মুক্তি পাচ্ছে 'ভুল ভুলাইয়া 3' ও 'সিংঘম এগেইন' ৷ হাতে আর মাত্র কয়েকটা দিন ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং ৷ কে কাকে টেক্কা দিচ্ছে, দেখে নেওয়া যাক একনজরে ৷
ছবি ঘোষণার পর থেকেই সিংঘম এগেইন নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ লক্ষ্য করা গিয়েছে ৷ রোহিত শেঠ্ঠীর পুলিশের দলে অজয় দেবগণ, অক্ষয় কুমার ও রণবীরের সিংয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন অভিনেতা টাইগার শ্রফ- দীপিকা পাড়ুকোন ৷ ভিলেনের চরিত্রে অতিরিক্ত পাওনা অর্জুন কাপুর ৷ সঙ্গে জ্যাকি শ্রফ-করিনা কাপুর খানও ৷ মাল্টিস্টারার এই ছবি কপ ইউনিভার্সের পঞ্চম ফ্রাঞ্চাইজি ও সিংঘম ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি ৷