হায়দরাবাদ, 7 জুন: বিমানবন্দরে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে সিআইএসএফ-এর মহিলা কনস্টেবলের চড় মারার ঘটনায় বলিউডে নানা মুনির নানা মত ৷ তবে, বলিউডের শীর্ষস্তরের অভিনেতা, পরিচালক এবং প্রযোজকরা বিষয়টিতে মুখে কুলুপ এঁটেছেন ৷ আবার সঙ্গীত শিল্পী মিকা সিং, বিশাল দাদলানি, পরিচালক বিবেক অগ্নিহোত্রি এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা মডেল উরফি জাভেদ ঘটনার প্রতিবাদ করেছেন ৷
অভিযুক্ত সিআইএসএফ কনস্টেবলের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের কারণে কঙ্গনাকে চড় মারার অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে, মিকা সিং উদ্বিগ্ন ৷ এই ঘটনার ফল পঞ্জাবের বাসিন্দা মহিলাদের ভোগ করতে হতে পারে ! সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি ঘটনার নিন্দা করলেও, সিআইএসএফ জওয়ানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এমনকী ওই মহিলা জওয়ান চাকরি খোয়ালে তিনি তাঁকে চাকরি দেবেন বলেও জানিয়েছেন ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে বিশাল লিখেছেন, "আমি কখনওই হিংসাকে সমর্থন করি না ৷ আমি ওই সিআইএসএফ জওয়ানের রাগের কারণ বুঝতে পারছি ৷ যদি, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমি নিশ্চিত করব, যাতে তিনি পরে কোনও চাকরি পান ৷"
এদিকে গায়ক মিকা সোশাল মিডিয়ায় লেখেন, "আমরা পাঞ্জাবি/শিখ সম্প্রদায় বিশ্বের সর্বত্র আমাদের সেবা ও নিরাপত্তা প্রদানের জন্য সম্মান পেয়ে থাকি ৷ কিন্তু, কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় খুবই ব্যথিত আমি ৷ সিআইএসএফ কনস্টেবল বিমানবন্দরে কর্তব্যরত ছিলেন এবং তাঁর দায়িত্ব যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ৷"