পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিদ্যা বালানের পর 'সিল্ক স্মিতা'র চরিত্রে নজরকাড়া এই অভিনেত্রী - SILK SMITHA QUEEN OF SOUTH BIOPIC

বলিউডে বিদ্যা বালান-এর হাত ধরে সিল্ক স্মিথার গল্প শুনেছিলেন দর্শক ৷ এবার দক্ষিণেও আইকনিক তারকার আত্মজীবনী ধরা পড়বে পর্দায় ৷

Silk Smitha - Queen of the South
বিদ্যা বালানের পর 'সিল্ক স্মিতা'র চরিত্রে চন্দ্রিকা (এএনআই/মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 2, 2024, 2:36 PM IST

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: সালটা 2021 ৷ মিল লুথারিয়ার হাত ধরে ছবির পর্দায় ধরা দিলেন 'কুইন অফ দ্য় সাউথ' সিল্ক স্মিতা ৷ আইকনিক তারকার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি 'দ্য ডার্টি পিকচার' ৷ অনবদ্য অভিনয়ে নজর কাড়েন বিদ্যা বালান, ইমরান হাশমি ও নাসিরুদ্দিন শাহ ৷ তবে সেই ছবিকে কখনই সিল্ক স্মিথার আত্মজীবনী বলা যায় না ৷

ফিল্ম ইন্ডাস্ট্রির বিতর্কিত চরিত্র সিল্ক স্মিতার জীবনী এবার সত্যিই ধরা পড়বে সেলুলয়েডের পর্দায় ৷ অভিনেত্রীর জন্মদিনের দিন এসটিআরআই সিনেমা ঘোষণা করেছে নায়িকার বায়োপিক ৷ সিনেমার নাম 'সিল্ক স্মিতা-দ্য কুইন অফ সাউথ' ৷ আট থেকে নয়ের দশকের মধ্যে আইকনিক তারকা হইচই ফেলে দিয়েছিলেন সিনে দুনিয়া তথা সমাজে ৷ তাঁর সেই জার্নি এবার রূপোলি পর্দায় ৷

সিল্ক স্মিতার আসল নাম বিজয়লক্ষ্মী ভাদলাপতি ৷ তিনি 2 ডিসেম্বর, 1960-এ জন্মগ্রহণ করেছিলেন ৷ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম বিখ্যাত এবং রহস্যময় তারকা হয়ে ওঠেন। তাঁর সাহসী ভূমিকা এবং কামুক নৃত্যের জন্য হট সিম্বল হয়ে ওঠেন তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম এবং এমনকী হিন্দি সিনেমাতেও ৷ তাঁর জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া ৷ 18 বছরের ক্যারিয়ারে স্মিতা 450টিরও বেশি সিনেমায় কাজ করেছেন ৷ পর্দায় তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে, বিশেষ করে 1980 এর দশকে ৷ গ্ল্যামারাস শব্দে সমর্থক হয়ে ওঠেন সিল্ক স্মিথা ৷

'সিল্ক স্মিতা - কুইন অফ দ্য সাউথ' ছবিতে শুধুমাত্র অভিনেত্রীর স্টারডম, খ্যাতির শিখরো পৌঁছনো বা সিনেপর্দায় জার্নির কথা বলবে না ৷ পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবনের সংঘর্ষ, বিতর্কও তুলে ধরা হবে বলে জানা গিয়েছে ৷ সিল্ক স্মিতার চরিত্রে দেখা যাবে চন্দ্রিকা রবিকে ৷ ইতিমধ্যেই ছবির ঝলকে নজর কেড়েছেন ট্যালেন্টেড চন্দ্রিকা ৷

ছবি পরিচালনা করবেন জয়রাম শঙ্করান ৷ প্রযোজনার দায়িত্বে বিজয় আমৃতারাজ ৷ 2025 সালের প্রথম দিকেই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ৷ সিল্ক স্মিতার গ্ল্য়ামারাজ জগতের ছোট্ট ঝলক ধরা পড়েছে টিজারে ৷ যা দেখে মুগ্ধ নেটপাড়া৷

ABOUT THE AUTHOR

...view details